ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানকে বাদ দিয়ে তেলের বাজার হচ্ছে

প্রকাশিত: ০৪:২৭, ১৫ নভেম্বর ২০১৮

ইরানকে বাদ দিয়ে তেলের বাজার হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জেরে বেলজিয়ামভিত্তিক আন্তঃব্যাংকিং আর্থিক লেনদেন নেটওয়ার্ক ‘সুইফট’ থেকে ইরানকে বের করে দিয়েছে সংস্থাটি। এর প্রভাবে এখন থেকে আন্তর্জাতিক বাজারে আর কোন লেনদেন করতে পারবে না তেহরান। সুইফটের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন। এমন সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে, ইরানকে বাদ দিয়ে তেল বিক্রির বাজার ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। পরমাণু কর্মসূচী ইস্যুতে ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সুইফট কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে সুইফটের কেন্দ্রীয় ব্যাংকসহ বিশ্বের দুই শ’টির বেশি দেশে ১১ হাজার অর্থ প্রতিষ্ঠানে ডলার বিনিময়ের যে সুযোগ পেত এখন থেকে ইরান তা আর পাবে না। আন্তর্জাতিক অর্থ লেনদেনের অখণ্ডতা বজায় রাখতে সুইফটের এই সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত হিসেবে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন।
×