ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার মারা গেছেন

প্রকাশিত: ০৩:৫২, ১৩ নভেম্বর ২০১৮

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার মারা গেছেন

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনন্ত কুমার (৫৯) বেঙ্গালুরুর একটি হাসপাতালে সোমবার সকালে মারা গেছেন। হাসপাতালে অনন্তের শেষ সময়ে তার স্ত্রী তেজস্বীনি ও তার দুই কন্যা পাশে ছিলেন। নিউইয়র্কে ক্যান্সারের চিকিৎসা শেষে গত মাসে দেশে ফিরেছিলেন অনন্ত। খবর এনডিটিভির। ভারতের কেন্দ্রীয় সরকারের রাসায়নিক, সার ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন অনন্ত কুমার। তিনি অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপির আগের সরকারেরও মন্ত্রী ছিলেন। ১৯৯৮ সালে ওই মন্ত্রিসভার সবচেয়ে তরুণ মন্ত্রী হিসেবে তিনি বেসামরিক বিমান চলাচল, পর্যটন, ক্রীড়া, নগর উন্নয়ন ও দারিদ্র বিমোচনের মতো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। কর্নাটক থেকে ছয়বার এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।
×