ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বৈচিত্রময় চরিত্রে অভিনয় করতে চান আহমেদ সাজু

প্রকাশিত: ০৬:৪৩, ১২ নভেম্বর ২০১৮

বৈচিত্রময় চরিত্রে অভিনয় করতে চান আহমেদ সাজু

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অত্যন্ত সম্ভাবনমায় অভিনয়শিল্পী আহমেদ সাজু। ধীরে ধীরে বেশ ব্যস্ত হয়ে উঠছেন এই তরুণ অভিনেতা। খন্ড নাটক, ধারাবাহিক নাটক ও টেলিফিল্মের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনেও নিয়মিতভাবে কাজ করছেন এই প্রতিভাবান অভিনেতা। তবে সাম্প্রতিক সময়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বেশি কাজ করছেন। মিডিয়ার এই সব কাজে নিজেকে অনেকটা উজার করেই ঢেলে দিচ্ছে তিনি। নিজেকে বৈচিত্রময় সব চরিত্রেই দেখতে চান। সাম্প্রতিক সময়ে তিনি কখনও রোমান্টিক হিরো, কখনও ভয়ঙ্কর ভিলেন এবং কখনও কমেডি চরিত্রে কাজ করেছেন। গ্রামের কৃষক থেকে শুরু করে শহরে উচ্চবিত্ত চরিত্রে দাঁড় করিয়েছেন নিজেকে। তিনি নিয়মিত টিভি সিরিয়ালে কাজ করছেন। সিনেমায় করেছেন। সবচেয়ে বেশি কাজ করেছেন শর্টফিল্মে। শর্টফিল্মে বেশি কাজ করার কারণ প্রসঙ্গে আহমেদ সাজু বলেন, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের রুচি ও চাহিদা পরিবর্তন হয়। মানুষ এখন টেলিভিশনের সামনে বসে থেকে নাটক সিনেমা দেখতে চায় না। মানুষের হাতে সময় কম তাই মোবাইল ফোনে ইউটিউব এ ছোট ছোট কন্টেন্ট দেখে নেয়। শর্টফিল্ম অল্প সময়ে একটা পূর্ণ গল্প দেখা যায় তাই দিন দিন শর্ট ফিল্মের চাহিদা বেড়ে যাচ্ছে। লিটু করিমের পরিচালনায় বিশের অধিক শর্টফিল্মে এ কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘চোর চোর খেলা’, ‘চালাক বউ’, ‘চোর কাহিনী’, ‘ধোকা খায় বোকা’, ‘ঘুনপোকা’, ‘চায়না বাংলা’, ‘বড় ভাই’, ‘স্বপ্ন ভাঙা স্বপ্ন’, ‘চিঠি’ প্রভৃতি। এ ছাড়াও শফিউল আযমের পরিচালনায় ‘অন্য রকম কিডন্যাপ’ ও ‘পরাবৃত্ত’তে কাজ করেছেন। আযাদ আল মামুনের পরিচালনায় ‘মা’ ওয়েব সিরিজ ‘লুলু পাগলা’ ও ‘সুই সুতায়’ কাজ করেছেন। এ কে আযাদের পরিচালনায় ‘সুখ তারা’সহ আরও বেশ কিছু কাজ হাতে আছে। কথা প্রসঙ্গে বলেন, এই কাজগুলো করে ভাল লাগে নতুন নতুন চরিত্রের সঙ্গে পরিচয় হয় এবং নিজেকে ঝালাই করে নেয়া যায়।
×