ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নান্দাইলে দুই বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিত: ০৫:৩২, ১০ নভেম্বর ২০১৮

নান্দাইলে দুই বাল্যবিয়ে বন্ধ

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৯ নবেম্বর ॥ নান্দাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার খারুয়া ইউনিয়নের কুর্শাচরপাড়া গ্রামে ও সিংরুইল ইউনিয়নের মধুপুর গ্রামে এই বাল্যবিয়ে দুইটির আয়োজন হচ্ছিল। খবর পেয়ে ইউএনও বিয়ে দুটি বন্ধ করে দেন। জানা গেছে, শুক্রবার মধুপুর গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে জেডিসি পরীক্ষার্থী নাদিরা আফরিন (১৩) এর বিয়ে পাশের একটি গ্রামে ধার্য ছিল। বিয়ের জন্য মেয়েটিকে তার পরিবার জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি। এ উপলক্ষে বৃহস্পতিবার গায়ে হলুদের কাজও সম্পন্ন হয়। পরে খবর পেয়ে হঠাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাদ্দেক মেহদী ইমাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুকন উদ্দিন বিয়ের আসরে হাজির হন। এ সময় ইউএনও কনের পরিবারের কাছে জন্ম নিবন্ধন দেখতে চাইলে তারা দিতে পারেনি। এমন সময় ইউএনও ওই বাল্যবিয়েটি বন্ধ করে দেন। অন্যদিকে কুর্শাচরপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে অঞ্জনা আক্তারের (১৫) বাল্যবিয়ের খবর পেয়ে ইউএনও মোসাদ্দেক মেহদী ইমাম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শফিকুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য মোঃ রিয়াজ উদ্দিনকে ডেকে এনে ওই বিয়ে বন্ধের নির্দেশ দেন। এভাবে বাল্যবিয়ের হাত থেকে দুটি মেয়ে রক্ষা পেল।
×