ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খন্দকার ইসমাইলের ‘স্মাইল শো’ আজ

প্রকাশিত: ০৪:৩৫, ১০ নভেম্বর ২০১৮

 খন্দকার ইসমাইলের ‘স্মাইল শো’ আজ

সংস্কৃতি ডেস্ক ॥ খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় পরিবেশ নিয়ে এটিএন বাংলার বিশেষ ম্যাগাজিন ‘স্মাইল শো’ প্রচার হবে আজ শনিবার রাত ১১টায়। ম্যাগাজিন ‘স্মাইল শো’ সাধারণত বিনোদনধর্মী একটি অনুষ্ঠান। অনুষ্ঠানের এবারের পর্বটি পরিবেশ নিয়ে সাজানো হয়েছে। একথা বলার অপেক্ষা রাখে না যে, প্রকৃতি ও পরিবেশ মানুষকে বাঁচিয়ে রাখে। দেখা যাচ্ছে চারপাশের প্রকৃতি ও পরিবেশের ওপর নানাভাবে আঘাত হানছে মানুষ। এ আঘাত প্রতিরোধে এগিয়ে না এলে সামনে বিপর্যয় আরও বাড়বে। খাল-বিল আর মাছ-গাছে স্বয়ংসম্পূর্ণ ছিল গ্রাম-বাংলার মাঠ-প্রান্তর। আজ সেই পরিবেশ হারিয়ে যাচ্ছে। আর এই পরিবেশ বিপর্যয়ের মূল কারণ অসচেতনতা। এই পথ থেকে সুন্দর পথে মানুষকে ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। আর সেই কারণেই পরিবেশ রক্ষার আবেদনে সাজানো হয়েছে এবারের ‘স্মাইল শো’। এ জন্য স্মাইল শোর স্লোগান ‘সবুজ শ্যামল বাংলাদেশ চাই আদর্শ পরিবেশ’। পরিবেশ সংরক্ষণ, পরিবেশের সঠিক ব্যবহার ও সঙ্কটময় পরিস্থিতির কথা বিবেচনায় আনতে ‘স্মাইল শো’র এবারের নিবেদন জনস্বার্থে পরিবেশ বিষয়ক গান- ‘প্রকৃতি মাতা ভীষণ রুষ্ট, দিতে হবে কড়া দাম’। গানটির কথা লিখেছেন বিলকিস নাহার স্মৃতি এবং সুর ও সঙ্গীত করেছেন ইফতিখার ইফতি। গানটি পরিবেশন করবেন রিফাত খন্দকার, বৈশাখি তুলি, শিল্পী বিশ্বাস ও ইফতিখার ইফতি। পরিবেশের বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন স্কিট এ অভিনয় করেন মাহবুবুর রহমান টনি, জাহিদ শিকদার,আশরাফ কবির, লিটন খন্দকার, মনা সিদ্দিকি, উত্তম অধিকারী, নূরুন্নবী রাসেল, তারিকুজ্জামান তপনসহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষে রয়েছে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে বিশেষ পরিবেশনা। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সজল আমিন। প্রযোজনায় মুকাদ্দেম বাবু ও সমন্বয়কারী আরিফুল ইসমলাম।
×