ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বন্ধ হতে পারে আরও ৭৩ পোশাক কারখানা

প্রকাশিত: ০৬:৩৮, ৯ নভেম্বর ২০১৮

চট্টগ্রামে বন্ধ হতে পারে আরও ৭৩ পোশাক কারখানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রামে পোশাক কারখানা নিরাপদ করার কাজ বা কমপ্লায়েন্সে ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। অন্যদিকে বেড়েছে ফেব্রিকসহ কাঁচামালের দাম। সব মিলিয়ে নাজুক অবস্থা। এমন পরিস্থিতিতে ডিসেম্বরের মধ্যে পুরোপুরি কমপ্লায়েন্ট হতে না পারলে নতুন করে বন্ধ হয়ে যেতে পারে চট্টগ্রামের আরও অন্তত ৭৩টি কারখানা। প্রতিষ্ঠানের প্রাণ রক্ষায় বিশেষ বিবেচনায় ব্যাংক ঋণের দাবি উদ্যোক্তাদের। চট্টগ্রাম নগরীর রুবি গেইট এলাকায় আউটফিট এ্যাপারেলস। কর্মচাঞ্চল্য দেখে মনে হতে পারে ভালই চলছে পোশাক তৈরির কারখানাটি। গত ৪ বছরে প্রতিষ্ঠানটিতে কমপ্লায়েন্স সম্পন্ন হয়েছে মাত্র ৪০ ভাগ। আইএলও এবং সরকারের নির্দেশনা অনুযায়ী বাকি ৬০ ভাগ কাজ শেষ করতে হবে আগামী মাসের মধ্যেই। তবে এরমধ্যে শেষ করা নিয়ে দুঃশ্চিন্তায় মালিকপক্ষ। কারণ নেই প্রয়োজনীয় অর্থ। এমন সঙ্কটে চট্টগ্রামের আরও অন্তত ৭২টি কারখানা। সংশ্লিষ্টরা বলছেন, কমপ্লায়েন্সে লাগছে বিপুল অর্থ। এমন অবস্থাতেই বেড়েছে উৎপাদন ব্যয়। বিপরীতে কমেছে সিএম বা পোশাক তৈরির দাম। নিজেদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতাকেই পুঁজি করেছে বিদেশী ক্রেতারা।
×