ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মমতার নিন্দা ॥ সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান

অসমে পাঁচ বাংলাভাষী হত্যার প্রতিবাদে বন্ধ

প্রকাশিত: ০৪:০১, ৩ নভেম্বর ২০১৮

 অসমে পাঁচ বাংলাভাষী  হত্যার প্রতিবাদে  বন্ধ

ভারতের অসমে পাঁচ বাংলাভাষীকে হত্যার পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। অসম-অরুণাচল সীমানা বরাবর ইতোমধ্যেই শুরু হয়েছে জঙ্গীবিরোধী অভিযান। মিয়ানমার সীমান্তে কডড়া নজরদারি চালাচ্ছে অসম রাইফেলসের জওয়ানরা। তদন্তে নেমে উলফার দুই আলোচনাপন্থী নেতাকে আটক করেছে পুলিশ। অন্যদিকে অসমের বাঙালী সংগঠনগুলোর ডাকে তিনসুকিয়ায় চলছে সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টার বন্ধ। আর পশ্চিমবঙ্গে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। হত্যাকান্ডের প্রতিবাদে অসমে বাঙালীদের কয়েকটি সংগঠন তিনসুকিয়া জেলায় শুক্রবার ১২ ঘণ্টা অবরোধ ডেকেছে। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল হত্যাকান্ডের পেছনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের কাপুরুষোচিত কাজ সহ্য করব না আমরা। এ হত্যাকান্ডের নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ হত্যার প্রতিবাদে তার দল তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে মিছিল করবে। ক্ষোভ প্রকাশ করতে এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে তার প্রোফাইল ছবির জায়গাটি কালো করে দিয়েছেন। এ ঘটনার পর সেনাবাহিনী অসম-অরুণাচল প্রদেশ সীমান্তে বড় ধরনের অভিযান শুরু করেছে। অন্যদিকে তদন্ত শুরু করেছে পুলিশও। কিছুদিন আগেই বাংলাভাষীদের মধ্যে যারা সুপ্রীমকোর্টে এনআরসির বিরুদ্ধে মামলা করেছেন, তাদের হুমকি দিয়েছিল আলোচনাপন্থী উলফা নেতারা। সেই সূত্রেই আলোচনাপন্থী দুই নেতা মৃণাল হাজারিকা এবং জিতেন দত্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের তিনসুকিয়া জেলায় এ হত্যাকা-ের জন্য সন্দেহ করা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসমকে (উলফা)। হামলাকারী দলটি পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফার স্বাধীনতাকামী অংশের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। - এনডিটিভি
×