ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শীতে হোম এ্যাপ্লায়েন্সের চাহিদা বাড়ছে

প্রকাশিত: ০৬:৩৪, ৩১ অক্টোবর ২০১৮

শীতে হোম এ্যাপ্লায়েন্সের চাহিদা বাড়ছে

শীতকে সামনে রেখে বাজারে প্রায় একশত মডেলের হোম এ্যাপ্লায়েন্সেস এনেছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এর মধ্যে রয়েছে রুম হিটার, ওয়াটার হিটার বা গিজার, ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক লাঞ্চ বক্স, ওভেন, ইন্ডাকশন কুকার, রাইস কুকার, ভ্যাকুয়াম ফ্লাস্ক, ওয়াশিং মেশিন, ক্লথ ড্রায়ার, হেয়ার ড্রায়ার, কফি মেকার ইত্যাদি। জানা গেছে, এই শীতে হোম এ্যাপ্লায়েন্সেসের সিংহভাগ চাহিদা নিজেরাই পূরণের টার্গেট নিয়েছে ওয়ালটন। তাই এবার আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। প্রায় একশত মডেলের বৈচিত্র্যময় ডিজাইন ও আকর্ষণীয় কালারের হোম এ্যাপ্লায়েন্সেসে সাজানো হয়েছে দেশীয় ব্র্যান্ডটির শোরুমগুলো। বিক্রেতারা জানান, প্রযুক্তির উৎকর্ষতায় উদ্ভাবন ঘটছে নিত্য নতুন ধরনের প্রযুক্তি পণ্য। আধুনিক ও কর্মব্যস্ত জীবনে গৃহস্থালির প্রাত্যহিক কাজকে আরও সহজ ও আরামদায়ক করেছে এসব পণ্য। প্রযুক্তি পণ্যের সহজলভ্যতায় বাংলাদেশেও হোম এ্যাপ্লায়েন্সেসের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ইন্দোনেশিয়ার সরকার কর্তৃক ‘প্রিমাদুতা এ্যাওয়ার্ড ২০১৮’ এ ভূষিত হয়েছে। সম্প্রতি প্রসপেক্টিভ মার্কেট (চৎড়ংঢ়বপঃরাব গধৎশবঃ) ক্যাটাগরিতে এমজিআই এই বিশেষ পুরস্কার লাভ করেছে। হিজ এক্সিলেন্সি মিঃ জোকো উইডো, প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়া উক্ত এ্যাওয়ার্ডটি প্রদান করেন। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে মোহাম্মদ জসীম উদ্দিন, ডেপুটি ম্যানেজার ডিরেক্টর ও তাইফ বিন ইউসুফ, এক্সিকিউটিভ ডিরেক্টর এ্যাওয়ার্ডটি গ্রহণ করেন
×