ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উইন্ডিজকে উড়িয়ে দিয়ে এগিয়ে গেল ভারত

প্রকাশিত: ০৬:৫৬, ৩০ অক্টোবর ২০১৮

উইন্ডিজকে উড়িয়ে দিয়ে এগিয়ে গেল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থ ওয়ানতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে ভারত। ২২৪ রানের বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেছে বিরাট কোহলির দল। মুম্বাইয়ে সোমবার রোহিত শর্মার (১৬২) ও আমবাতি রাইডুর (১০০) জোড়া সেঞ্চুরির সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৭৭ রনের বিশাল স্কোর গড়ে ভারত। জবাবে স্বাগতিকদের সাঁড়াশি বোলিং আক্রমণের মুখে ৩৬.২ ওভারে ১৫৩ রান তুলতেই অলআউট হয়ে গেছে ক্যারিবীয়রা। টেস্ট সিরিজে সফরকারীদের ২-০ তে ‘হোয়াইটয়াশ’ করার পর প্রথম ওয়ানডেতেও জিতেছিল কোহলি বাহিনী। দ্বিতীয়টি টাই হয়। তৃতীয় ম্যাচ জিতে স্বাগতিকদের ভড়কে দেয়া উইন্ডিজ এদিন পাত্তাই পেল না! থিরিভানাথপুরামে সিরিজ নির্ধারিত পঞ্চম ও শেষ ওয়ানডে বৃহস্পতিবার। ৩২১ রানে করেও দ্বিতীয় ম্যাচটা টাই করেছিল জেসন হোল্ডারের উইন্ডিজ। পরেরটা তো জিতেই গিয়েছিল। কিন্তু এদিন বড় স্কোরের চাপে একদমই সুবিধা করতে পারেন অতিথিরা। দলের হয়ে মারলন স্যামুয়েলস ১৮, ফর্মের তুঙ্গে থাকা শাই হোপ ০, আর শেমরন হেটমায়ার আউট হন ব্যক্তিগত ১৩ রানে। শেষদিকে অধিনায়ক হোল্ডার (৭০ বলে ৫৪*) ও কেমো পল (১৯) কিছুটা প্রতিরোধ না গড়লে ক্যারিবীয়দের লজ্জাটা আরও বড় হতে পারত। ভারতের হয়ে খলিল আহমেদ ও কুলদীপ যাদব নেন তিনটি করে উইকেট। ভারতের ইনিংসটা ছিল রোহিত ও রাইডুর ব্যাটিং নৈপুণ্যে ভাস্বর। ১৩৭ বলে ১৬২ রানের ইনিংস খেলেন রোহিত। ২০ চারের সঙ্গে মেরেছেন ৪ ছক্কা। সিরিজে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে ২১তম। প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ১৫২ রানের অপরাজিত ইনিংস। সেদিন সর্বাধিক দেড় শ’ রানের ইনিংসের তালিকায় শচীন টেন্ডুলকরকে পেছনে ফেলেছিলেন রোহিত। এবার আরেকটি দেড়শতাধিক রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ডটিকে আরও মজবুত করলেন। মোট ৭ দেড়শতাধিক ইনিংস এখন রোহিতের। যা আর কারও নেই। ওয়ানডেতে ১৯৫ ছক্কা হাঁকিয়ে ভারতীয়দের মধ্যে এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন শচীন টেন্ডুলকর। ১৯৮ ছক্কায় শচীনকে তিনে ঠেলে দিয়েছেন রোহিত। সর্বাধিক ২১১ ছক্কা মহেন্দ্র সিং ধোনির। ওদিকে টানা চতুর্থ সেঞ্চুরির রেকর্ডটা হয়নি কোহলির। ভারত অধিনায়ক এদিন আউট হয়েছেন মাত্র ১৬ রান করে। আর ৮১ বলে ৮ চার ও ৪ ছক্কায় ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি করেন রাইডু। স্কোর ॥ ভারত ৩৭৭/৫ (৫০ ওভার; রোহিত ১৬২, ধাওয়ান ৩৮, রাইডু ১০০, ধোনি ২৩; রোচ ২/৭৪, নার্স ১/৫৭)। ওয়েস্ট ইন্ডিজ ১৫৩/১০ (৩৬.২ ওভার; হেমরাজ ১৪, হোপ ০, স্যামুয়েলস ১৮, হেটমায়ার ১৩, হোল্ডার ৫৪*, পল ১৯; খলিল ৩/১৩, কুলদীপ ৩/৪২)। ফল ॥ ভারত ২২৪ রানে জয়ী। সিরিজ ॥ পাঁচ ওয়ানডে সিরিজে ভারত ২-১এ এগিয়ে।
×