ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজার মূল্যে এ্যামাজনকে হটিয়ে দ্বিতীয় মাইক্রোসফট

প্রকাশিত: ০৪:৩০, ৩০ অক্টোবর ২০১৮

বাজার মূল্যে এ্যামাজনকে হটিয়ে দ্বিতীয় মাইক্রোসফট

বাজার মূল্যের দিক থেকে শুক্রবার এ্যামাজনকে হটিয়ে আবারও দ্বিতীয় অবস্থান দখল করেছে মাইক্রোসফট। সর্বশেষ প্রান্তিকে আয় কমেছে এ্যামাজনের। এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির বাজার মূল্য কমেছে মোট ৬৫০০ কোটি মার্কিন ডলার। এতেই এ্যামাজনকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠেছে মাইক্রোসফট। সেপ্টেম্বরে বাজার মূল্য ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে বর্তমানে শীর্ষ স্থানে রয়েছে এ্যাপল। বাজার মূল্যে ১৯৯৮ সালের শেষ থেকে ২০০০ সালের শুরুর দিক পর্যন্ত শীর্ষে ছিল মাইক্রোসফট। শুক্রবার প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশের পর এ্যামাজনের শেয়ার মূল্য কমেছে সাত শতাংশ। প্রায় তিন বছরে এটিই প্রতিষ্ঠানের শেয়ার মূল্যে সর্বোচ্চ দরপতন। অন্যদিকে বুধবার থেকে মাইক্রোসফটের শেয়ার মূল্য বেড়ে রয়েছে চার শতাংশ। এক প্রান্তিকে লাভের প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ায় শেয়ার মূল্য বেড়েছে চার দশকের পুরনো প্রতিষ্ঠানটির। ক্লাউড কম্পিউটিং ব্যবসায় আয় বাড়ার কারণে এই প্রান্তিকে লাভ বেড়েছে মাইক্রোসফটের। -অর্থনৈতিক রিপোর্টার
×