ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এটিএন বাংলার নতুন ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’

প্রকাশিত: ০৪:২৭, ২৭ অক্টোবর ২০১৮

 এটিএন বাংলার নতুন ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’। পান্থ শাহরিয়ারের রচনায় মেগা এই ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন মানসুর আলম নির্ঝর এবং শৌর্য দীপ্ত সূর্য। ‘হাজার বত্রিশ’ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আফরান নিশো, রুনা খান, অপর্ণা ঘোষ, শ্যামল মাওলা, নাজিরা মৌ, সাব্বির আহমেদ, সেলিম আহমেদ, নুসরাত জাহান নিপা, নিকুল কুমারসহ আরও অনেকে। প্রযোজনা পথিক। নির্বাহী প্রযোজক তুহিন বড়ুয়া। আগামী ১৪ নবেম্বর থেকে সপ্তাহে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় নাটকটি এটিএন বাংলা প্রচার হবে বলে জানা গেছে। ‘হাজার বত্রিশ’ নাটকের গল্পে দেখা যাবে একটি বাড়ির সিরিয়াল নাম্বার ১০৩২। দোতলা বাড়িটি জাফর সাহেবের সারাজীবনের সমস্ত পুঁজি দিয়ে তিল তিল করে গড়ে তোলা। এক সময় জাফর সাহেব এবং তার স্ত্রী রেখা মিলে অবসর সময়ে বসে সপ্ন বুনতেন নিজেদের একটা বাড়ি হবে। খুব যতœ করে সেই বাড়িতে নিজেদের মতো গুছিয়ে থাকবেন শেষ জীবনে দুই বৃদ্ধ-বৃদ্ধা। কিন্তু পৃথিবীর আর সব সত্যের মতোই এটাও সত্যি হলো যে জাফর সাহেবের স্বপ্ন পূরণ হবার আগেই স্ত্রী বিয়োগ ঘটলো। যখন জাফর সাহেবের ছেলে, ছেলের বউ কিংবা সারাক্ষণ বই এ মুখ গুঁজে থাকা ছেলে রাশেদ মাতৃবিয়োগের শোকে কেঁদে কেঁদে একসার হচ্ছে তখন আজমল সাহেব সারা বাড়ি ঘুরে ঘুরে শুধু এই ইট কাঠের অসম্পূর্ণ স্বপ্ন দেখতে থাকে। এরপর ঘটে নানা ঘটনা। আজমল সাহেবের স্ত্রী বিয়োগ হয়েছে আজ পাঁচ বছর। ১০৩২ নম্বর বাড়ির দোতলায় এখন তিনি থাকেন তার ছেলে-মেয়েদের নিয়ে। আর নীচ তলাটা ভাড়া দিয়ে রেখেছেন। আদতে ভাড়া দিয়ে রেখেছেন বললে ভুল বলা হয়। কারণ নীচতলার এই ফ্ল্যাটটা কখনও একমাসের বেশি ভাড়া থাকে না। সমস্ত সুযোগ-সুবিধা থাকার পরও ভাড়াটে থাকতে চান না এই বাড়িটিতে। আর তাই এই ১০৩২ নম্বর বাড়িটি সারা এলাকায় বেশ পরিচিত। এই বাড়িটি ঘিরে তৈরি নানা ঘটনাকে ঘিরে এগিয়ে যায় নাটকের গল্প।
×