ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১৯ বছর পার করল প্রিমিয়ার ব্যাংক

প্রকাশিত: ০৪:১০, ২৬ অক্টোবর ২০১৮

১৯ বছর পার করল প্রিমিয়ার ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাফল্যের ১৯ বছর পার করল বেসরকারী প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এই সময়ে ব্যাংকটি শুধুমাত্র ব্যাংকিং খাত ও দেশের অর্থনীতিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি পাশাপাশি দেশের জনমানুষের আস্থাও অর্জন করেছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ বি এম ইকবাল এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম (এফসিএমএ) এবং ব্যাংকের অন্যতম পরিচালক জামাল জি আহমেদ। ব্যাংকের চেয়ারম্যান ডাঃ এইচ বি এম ইকবাল বলেন, যেসব গ্রাহকরা আমাদের সঙ্গেই যাত্রা শুরু করেছিল এবং যারা আমাদের এই অর্জনের যাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ছিলেন, তাদের জানাই ধন্যবাদ এবং প্রাণঢালা শুভেচ্ছা। আমাদের উন্নয়নে আপনারা প্রত্যেকেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আপনাদের সাহায্য ও ভালবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না। ব্যাংকটির উপদেষ্টা মুহাম্মদ আলী ব্যাংকটির উন্নতর আর্থিক অন্তর্ভুক্তির আলোকে দেশের অর্থনীতিতে অবদানের পেছনে ব্যবসায়িক কর্মপদ্ধতির কৌশলগত পরিবর্তন এবং মানুষকে সংযুক্ত করার উদ্যোগকে উল্লেখ করেন। তিনি এ সময় এসএমই খাতে ব্যাংকটির অবদান এবং উদ্যোক্তাদের স্বপ্নপূরণে সাহায্য করার বিষয়েও আলোকপাত করেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম (এফসিএমএ) ব্যাংকটির অতীত ও বর্তমান সকল কর্মীকে তাদের অধ্যাবসায়, অভিনবত্ব এবং কঠোর শ্রমের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই সুদৃঢ় ভিত্তিকে পুঁজি করে ‘সেবাই প্রথম’ এই মূলমন্ত্র ও আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আমরা ভবিষ্যতের পানে এগিয়ে যেতে উদ্দীপ্ত।’
×