ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ওয়াটার এক্সপো শুরু ২৫ অক্টোবর

প্রকাশিত: ০৪:৪৯, ২২ অক্টোবর ২০১৮

 দ্বিতীয় ওয়াটার এক্সপো  শুরু ২৫ অক্টোবর

অর্থনৈতিক রিপোর্টার ॥ দ্বিতীয়বারের মতো রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৮’। আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। ২৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় ওয়াটার, ওয়েস্ট ওয়াটার টেকনোলজি ও সল্যুশন নিয়ে আয়োজিত মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রবিবার রাজধানীর পুরানা পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) হল রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মেলায় বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এতে থাকবে ১২টিরও বেশি বুথ। ফলে প্রদর্শনীতে ভোক্তা এবং উদ্যোক্তাদের জন্য একটি যুগোপযোগী প্লাটফর্ম থাকবে। যেখানে কার্যকরী যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিশেষজ্ঞদের কাছ থেকে প্রযুক্তি সংক্রান্ত তথ্য ও অভিজ্ঞতা জানা যাবে।
×