ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যে কারণে শিল্পপতি শাহাবুদ্দিন আলম গ্রেফতার হয়ে জেলে

প্রকাশিত: ০৪:১২, ১৯ অক্টোবর ২০১৮

যে কারণে শিল্পপতি শাহাবুদ্দিন আলম গ্রেফতার হয়ে জেলে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও এসএ (শাহাবুদ্দিন আলম) গ্রুপের চেয়ারম্যান প্রতারণা ও জালিয়াতির মামলায় এখন কারাগারে। উল্লেখ্য, গত বুধবার তাকে ঢাকার গুলশান এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। এরপর আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। শাহাবুদ্দিন আলম মার্কেন্টাইল ব্যাংকের ইসি কমিটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান। বিভিন্ন ব্যাংকে তার প্রতিষ্ঠানের ৩ হাজার ৬২২ কোটি টাকা ঋণ রয়েছে। এরমধ্যে ব্যাংক এশিয়ার চট্টগ্রাম সিডিএ এভিনিউ শাাখায় তার ঋণ ৭০৯ কোটি ২৭ লাখ ৩৫ হাজার টাকা। ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ দীর্ঘদিন প্রদত্ত এই ঋণ আদায় করতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে মামলা করে। মূলত এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, আরও বিভিন্ন ব্যাংকে অনাদায়ী ঋণ রয়েছে। চট্টগ্রামের যে সকল ব্যাংকে তার ঋণ রয়েছে সেগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখায় ৯৪০ কোটি ১০ লাখ ৫১ হাজার টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখায় ৩৬ কোটি ১১ লাখ ৪১ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংক আগ্রাবাদ শাখায় ৭০১ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা, পূবালী ব্যাংক আগ্রাবাদ শাখায় ২৯৭ কোটি ১১ লাখ ৪৮ হাজার টাকা, কৃষি ব্যাংক ষোলশহর শাখায় ১৭৯ কোটি ৬৮ লাখ ৩৭ হাজার টাকা, অগ্রনী ব্যাংক কর্পোরেট শাখায় ৫৪৮ কোটি ৪৪ লাখ টাকা, জনতা ব্যাংক শেখ মুজিব রোড শাখায় ১১৮ কোটি ২২ লাখ ৭১ হাজার টাকা এবং প্রাইম ব্যাংক আগ্রাবাদ শাখা ৫৫ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকার ব্যাংক ঋণ রয়েছে। এসএ গ্রুপের অধীনে বেশ কয়েকটি অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে।
×