ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরীক্ষামূলকভাবে চালু হয়েছে অনলাইনে ভ্যাট আদায় কার্যক্রম

প্রকাশিত: ০৪:১২, ১৯ অক্টোবর ২০১৮

পরীক্ষামূলকভাবে চালু হয়েছে অনলাইনে ভ্যাট আদায় কার্যক্রম

অর্থনৈতিক রিপোর্টার ॥ জানুয়ারিতে পুরো মাত্রায় চালু করার প্রস্তুতি হিসেবে কোন কোন কর অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে অনলাইনে ভ্যাট আদায় কার্যক্রম। এতে অপ্রস্তুত আয়রন ও স্টিল ব্যবসায়ীরা পড়েছেন ভোগান্তিতে। তাদের অভিযোগ, নতুন এ ব্যবস্থায় আগের নির্ধারিত প্যাকেজ ভ্যাটের চেয়েও বেশি হারে কর দিতে হচ্ছে তাদের। তাই অনলাইনে যাওয়ার আগে ভ্যাটের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ জরুরী বলে মনে করেন তারা। দফায় দফায় রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, মতবিনিময় করেও লাভ হয়নি পুরনো ঢাকার আয়রন ও স্টিল ব্যবসায়ীদের। আপত্তির কথা জানানোর পরও অনলাইনে ভ্যাট আদায় শুরু করেছে কর অফিস। এতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হারে কর পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ তাদের। ব্যবসায়ীদের দাবি, আমদানির সময় যে অগ্রিম কর দিতে হয় তাদের, সেই অর্থ পরে আর নগদ রেয়াত হিসেবে ফেরত পান না তারা। সেই সঙ্গে শিল্পের আমদানি করা কাঁচামালের ওপর আরোপ করা রেগুলেটরি ডিউটিও দিতে রাজি নন তারা। এফবিসিসিআই’র পরিচালক হাফেজ হারুন বলেন, কাঁচামালের ওপর ৩০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। একবার আমদানির সময় ১৫ শতাংশ আর দ্বিতীয়বার এখানে আসার পর রিটেল পর্যায়ে ট্রেডিংয়ের ক্ষেত্রে আবার ১৫ শতাংশ। বিশ্বের আর কোথাও এমন নিয়ম নেই। ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, ‘ফেসবুক এ্যাকাউন্ট কেউ চালাতে পারলে এই রিটার্ন সাবমিশনটা আরও সহজে করতে পারবেন। এখন মেন্যুয়ালি করছেন, তখন সিস্টেমের মধ্যে করবেন। তখন আর কর্মকর্তাদের মাঠে যেতে হবে না।’
×