ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোনাকোর কোচ হলেন অঁরি

প্রকাশিত: ০৬:৪৫, ১৪ অক্টোবর ২০১৮

মোনাকোর কোচ হলেন অঁরি

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। যে ক্লাবে ক্যারিয়ার শুরু করেছিলেন সেই মোনাকোর প্রধান কোচ হলেন সাবেক ফ্রান্স জাতীয় তারকা থিয়েরি অঁরি। গুঞ্জনটা আগে থেকেই বাতাসে ভাসছিল। মোনাকো গত সপ্তাহে লিওনার্দো জারদিমকে বরখাস্ত করলে সেটি আরও জোরালো হয়। চারিদিকে চাউর হওয়া খবরটিকেই শনিবার সত্য বলে নিশ্চিত করে মোনাকোর অফিসিয়াল সাইট। যেখানে জানানো হয়েছে ২০২১ পর্যন্ত ফরাসী ক্লাবটির কোচ হচ্ছেন ৪১ বছর বয়সী অঁরি। ‘প্রথমেই মোনাকোকে জানাই ধন্যবাদ। এই ক্লাবটি আমার জন্য বিশেষ কিছু। কারণ এখানেই আমি আমার ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলাম। মোনাকোর সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। আমি এখন ক্লাবের ফুটবলারদের সঙ্গে যোগ দিতে অধীর হয়ে আছি।’ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন অঁরি। গত সপ্তাহের শেষদিকে কোচ জারদিমকে বরখাস্ত করে সর্বশেষ ২০১৬-২০১৭ ফরাসী মৌসুমের লীগ ওয়ান চ্যাম্পিয়ন মোনাকো। তারপর থেকে ক্লাবটির ফাঁকা চেয়ারে বসার দৌড়ে অন্যদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন অঁরি। মোনাকো অফিসিয়ালি আরও জানিয়েছে ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্যের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করা হয়েছে। নিজের খেলোয়াড়ী ক্যারিয়ার এই মোনাকো থেকেই শুরু করেছিলেন অঁরি। ক্লাবটির হয়ে ১৯৯৭ সালে লীগ শিরোপাও জিতেছিলেন। মোনাকোর কোচ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বেলজিয়ামের প্রধান কোচ রবার্তো মার্টিনেজের সহকারী হিসেবে কাজ করেন। শুক্রবার রাতে উয়েফা ন্যাশন্স লীগে সুইজারল্যান্ডের বিপক্ষে বেলজিয়ামের ২-১ গোলে জয়ের ম্যাচেও ডাগআউটে ছিলেন ফ্রান্সে বিশ্বকাপ জয়ী এ তারকা। এরই মধ্যে নিজের স্টাফদের গুছিয়ে নেয়ার কাজ শুরু করে দিয়েছেন অঁরি। আর আনুষ্ঠানিকতা সারতে আজই তার মোনাকোতে পৌঁছে যাওয়ার কথা। এ বছর রাশিয়া বিশ্বকাপে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন থিয়েরি হেনরি অঁরি। সহকারী কোচ হিসেবে বেলজিয়ামকে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেই অঁরিই এবার ফ্রেঞ্চ লীগ ওয়ানের ঐতিহ্যবাহী দল মোনাকোর কোচ। ২০১৪ সালে মোনাকোর কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন লিওনার্দো জারদিম। ২০১৬-১৭ মৌসুমেই ক্লাবকে ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা উপহার দিয়েছিলেন। সেই সঙ্গে দীর্ঘ ১৮ বছর পর প্রথমবারের মতো লীগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ক্লাবটি। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি জারদিম। ইদানীং ফ্রেঞ্চ লীগ ওয়ানে খুব বাজে সময় পার করছিল মোনাকো। লিওনার্দো জার্দিমের অধীনে মৌসুমের প্রথম নয় ম্যাচ শেষে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে। স্বভাবতই জারদিমকে ছাঁটাই করে ক্লাব কতৃর্পক্ষ। ১৯৯৬-৯৭ মৌসুমে খেলোয়াড় হিসেবে মোনাকোকে লীগ ওয়ান শিরোপা জিতিয়েছিলেন অঁরি। ২০১৪ সালে দীর্ঘ ২০ বছরের পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন ফরাসী স্ট্রাইকার। দীর্ঘদিনের ফুটবলীয় ক্যারিয়ারে মোনাকো, জুভেন্টাস, আর্সেনাল ও বার্সিলোনার আক্রমণ ভাগের দায়িত্ব সামলেছেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকার। ফ্রান্স জাতীয় দলের হয়ে ৫১টি গোল করেছেন তিনি।
×