ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শনিবার থেকে ৮ দিন হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

প্রকাশিত: ০৬:২৬, ১৪ অক্টোবর ২০১৮

শনিবার থেকে ৮ দিন হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে এই ছুটি শুরু হয়েছে। তবে এ সময় বন্দরে আটকে থাকা পণ্য খালাস নিতে পারবেন আমদানিকারকরা। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু’দেশের মাঝে যাত্রী পারাপার চালু রয়েছে। বাংলাহিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আগামী ১৫ অক্টোবর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ভারত অংশের হিলিতে বিভিন্ন স্থানে সড়কের ওপর প্রতিমা নির্মাণ করার ফলে পণ্যবাহী ট্রাক প্রবেশ বাধাগ্রস্ত হয়। এছাড়াও যথাযথভাবে উৎসবটি পালনের লক্ষ্যে ভারতের হিলি এক্সপোর্টারস এ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত সাহা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে ১৩ অক্টোবর শনিবার থেকে ২০ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৮ দিন ভারত থেকে কোন পণ্য বাংলাদেশে রফতানি করা হবে না এবং বাংলাদেশ থেকে কোন পণ্য ভারতে আমদানি করা হবে না। তাদের সেই সিদ্ধান্ত অনুযায়ী আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে।
×