ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোনাকোর কোচ বরখাস্ত

প্রকাশিত: ০৫:৪১, ১৩ অক্টোবর ২০১৮

 মোনাকোর কোচ বরখাস্ত

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত বরখাস্ত হলেন মোনাকোর কোচ লিওনার্দো জার্দিম। বাজে পারফর্মেন্সের কারণে বৃহস্পতিবার তাকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এর ফলে থিয়েরি হেনরি অঁরির কোচ হওয়ার যে সম্ভাবনা দেখা গিয়েছিল তা আরও উজ্জ্বল হলো। ২০১৪ সালে মোনাকোর কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন লিওনার্দো জার্দিম। ২০১৬-১৭ মৌসুমেই ক্লাবকে ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা উপহার দেন তিনি। তার অধীনেই দীর্ঘ ১৮ বছর পর প্রথমবারের মতো লীগ শিরোপা জয়ের স্বাদ পায় মোনাকো। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি লিওনার্দো জার্দিম। বিশেষ করে চলতি মৌসুমে তার অধীনে মোনাকো এতটাই বাজে পারফর্ম করে যে, এই মুহূর্তে লীগ টেবিলের শেষের দিক থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে মোনাকো। এর ফলেই পর্তুগীজ কোচকে বরখাস্ত করতে বাধ্য হয় ক্লাব কর্তৃপক্ষ। বরখাস্ত হলেও দীর্ঘ চার বছরেরও বেশি সময় মোনাকোর কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে গর্বিত জার্দিম। ক্লাবের এক বিবৃতিতে তিনি বলেন, ‘চার বছরেরও বেশি সময় মোনাকোর কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ এবং গর্বিত। কোচ হিসেবে সবসময়ই আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি আমি। সেই সঙ্গে খুব আনন্দের সঙ্গেই সময়টা অতিক্রম করেছি। একসঙ্গে আমরা অসাধারণ কিছু জয় পেয়েছি এবং এগুলো সবসময়ই আমার স্মৃতিতে রাখব।’ মোনাকোও জার্দিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে ক্লাবের প্রধান নির্বাহী ভাদিম ভাসিলায়েভ বলেন, ‘মোনাকোর হয়ে সে যা করেছে তারজন্য গভীর শ্রদ্ধার সঙ্গে আমি লিওনার্দোকে ধন্যবাদ জানাতে চাই। তার সময়টা ক্লাব ইতিহাসে সবচেয়ে সুন্দর পাতায় লিখা থাকবে।’ জার্দিম বরখাস্ত হওয়ার ফলে মোনাকোর কোচ হতে আর কোন বাধা নেই এখন পর্যন্ত সবার চেয়ে এগিয়ে থাকা থিয়েরি হেনরি অঁরির। সবকিছু সঠিকভাবে এগোলে সাবেক আর্সেনালের এই কিংবদন্তি ফুটবলারই মোনাকোর প্রধান কোচ হতে যাচ্ছেন বলে গণমাধ্যমের গুঞ্জন। হেনরি অঁরি এই মোনাকোতেই ক্যারিয়ার শুরু করেছিলেন। শুধু তা-ই নয়, ১৯৯৭ সালে মোনাকোকে লীগ ওয়ানের শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৪১ বছর বয়সী এই ফরাসী কিংবদন্তি। ফ্রেঞ্চ লীগ ওয়ানের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ১৮ নম্বরে অবস্থান করছে ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়ন মোনাকো। মৌসুমের প্রথম ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট। লীগ টেবিলে শীর্ষে যথারীতি প্যারিস সেইন্ট জার্মেই। লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা এবারও দুর্দান্ত শুরু করেছে নতুন মৌসুম। মৌসুমের প্রথম ৯ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। যা লীগ ইতিহাসের নতুন রেকর্ড। এর আগে আর কোন দল লীগ ওয়ানের প্রথম ৯ ম্যাচের সবকটি জিততে পারেনি। নয় ম্যাচ থেকে নয় জয়ের ফলে নেইমার-এমবাপেদের সংগ্রহ ২৭ পয়েন্ট। শিরোপা ধরে রাখার পথে পিএসজি যে দুর্বার গতিতে ছুটছে তা মৌসুমের শুরুতেই বলা যাচ্ছে।
×