ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয়দের বিপক্ষে ভারতের ওয়ানডে দলে পন্থ

প্রকাশিত: ০৭:৩২, ১২ অক্টোবর ২০১৮

ক্যারিবীয়দের বিপক্ষে ভারতের ওয়ানডে দলে পন্থ

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপে বিরাট কোহলিকে ছাড়াই রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ক্রিকেট দল। এমনকি একটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন মহেন্দ্র সিং ধোনিও। তবে ঘরের মাটিতে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্বে ফিরেছেন কোহলি। এশিয়া কাপ জয়ী দলটিতে আছে ব্যাপক পরিবর্তন। ৫ ওয়ানডের সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দল থেকে অবশ্য বিশ্রাম দেয়া হয়েছে দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহকে। তবে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ ডাক পেয়েছেন ওয়ানডে দলে। ২১ বছর বয়সী এ তরুণ ৪ টেস্ট ও ৪ টি২০ খেললেও ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন এখন পর্যন্ত। আগামী ২১ অক্টোবর গুয়াহাটিতে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এশিয়া কাপের দলে ছিলেন আরেক অভিজ্ঞ উইকেটরক্ষক দীনেশ কার্তিক। তিনি ঘোষিত দল থেকে বাদ পড়েছেন, সুযোগ হয়েছে পন্থর। আর ইনজুরির কারণে দুই অলরাউন্ডার কেদার যাদব ও হার্দিক পা-িয়া প্রথম দুই ওয়ানডে মিস করছেন ভারতের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ ম্যাচে পিঠের ইনজুরিতে পড়েছিলেন পা-িয়া এবং আর খেলতে পারেননি। আর কেদার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। তিনি অবশ্য প্রথম দুই ওয়ানডের পর এই সিরিজেই ক্যারিবীয়দের বিপক্ষে ফিরতে পারেন। কিন্তু পা-িয়ার সম্ভাব্য ফেরার সময় নবেম্বরের দ্বিতীয় সপ্তাহে। দুই পেসার ভুবনেশ্বর ও বুমরাহকে বিশ্রাম দেয়াতে ফিরেছেন আরেক পেসার মোহাম্মদ শামি। প্রায় এক বছর আগে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। নিয়মিতই টেস্ট খেলে যাচ্ছেন ভারতের হয়ে। ওয়ানডের জন্য ভারতীয় দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, রোহিত শর্মা (সহ-অধিনায়ক), আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, মানীষ পাণ্ডে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও খলিল আহমেদ।
×