ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-জিম্বাবুইয়ে ওয়ানডে সিরিজ ॥ ১৫ সদস্যের দল ঘোষণা ॥ মোসাদ্দেক, সৌম্য, মুমিনুল বাদ

জাতীয় দলে নতুন মুখ রাব্বি

প্রকাশিত: ০৭:৩১, ১২ অক্টোবর ২০১৮

জাতীয় দলে নতুন মুখ রাব্বি

স্পোর্টস রিপোর্টার ॥ সাকিব আল হাসান ও তামিম ইকবাল জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না। তা আগেই জানা। এ দুইজন ইনজুরিতে পড়ে আছেন। এ দুইজনের অভাব দূর করাও সম্ভব নয়। তবে এ দুইজনকে ছাড়াও জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দলই গড়েছে বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেখানে নতুন মুখ একজন। মিডল অর্ডার ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বিকে নেয়া হয়েছে। বাংলাদেশের মাটিতে জিম্বাবুইয়ের আসার কথা ১৬ অক্টোবর। ১৯ অক্টোবর বিকেএসপিতে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচও খেলবে জিম্বাবুইয়ে দল। এরপর ২১ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামবে। দুই দলের মধ্যকার ২১ অক্টোবর প্রথম ওয়ানডে, ২৪ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে ও ২৬ অক্টোবর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। দলে ফিরেছেন পেসার সাইফউদ্দিন। এ বছর জানুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন সাইফউদ্দিন। আটমাস পর আবার জাতীয় দলে ফিরেছেন এ পেসার। এশিয়া কাপের দলে শেষ মুহূর্তে নেয়া হয়েছিল সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে। ইমরুল আছেন। তবে বাদ পড়েছেন সৌম্য সরকার। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। মুমিনুল হকও বাদের তালিকাতেই রয়ে গেছেন। জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে দলে মাশরাফির সঙ্গে লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সাইফউদ্দিন ও ফজলে রাব্বি রয়েছেন। দল নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছিল। সিনিয়রদের বসিয়ে নতুনদের ঝালিয়ে নেয়ার কথাও হচ্ছিল। কিন্তু তা হয়নি। জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজকে গুরুত্ব সহকারেই নেয়া হয়েছে। বুধবার বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘সেরা একাদশটাই দাঁড় করানো হয়েছে। কারণ প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কোনরকম হাল্কাভাবে নেয়ার কোন সুযোগ নেই। আমাদের সেরা দলটাই খেলবে। যেহেতু র?্যাঙ্কিংয়ের ব্যাপার আছে, পয়েন্টের ব্যাপার আছে। এজন্য আমরা আমাদের সেরা পারফর্মেন্সটা দেখতে চাই।’ সঙ্গে যোগ করেন, ‘যেহেতু তামিম ও সাকিব ইনজুরিতে আছেন, সাকিব তো পারবেই না, তামিমও ইনজুরিতে আছে। এই দুইজন যে খেলতে পারবে না এটা আমরা আগে থেকেই জানি। সেই চিন্তা করেই আমরা দল সাজিয়েছি। ইনজুরি থাকলে তো কিছু করার নেই, ইনজুরি থাকলে সেই খেলোয়াড়কে আমরা পাব না। কিন্তু আমরা তো একটা টেস্ট খেলুড়ে দেশ, আমাদের তো খেলোয়াড় আছে। আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেট আছে, এখন তো আগের মতো নেই, এখন অনেক শক্তিশালী আমাদের কাঠামো। সেই হিসেবে যেই দলটা দিয়েছি আমরা, আপনারা দেখবেন এই সিরিজটায় আমরা ভাল করব।’ নতুন মুখ হিসেবে মিজানুর রহমানের নামও শোনা যাচ্ছিল। রাজশাহীর এ ওপেনারের দিকে বিশেষ নজরও ছিল। জাতীয় লীগের দুই রাউন্ডেই সেঞ্চুরি আছে তার। এ ব্যাটসম্যানকে পরখ করতে রাজশাহীতেও দ্বিতীয় রাউন্ডের খেলা দেখতে যান প্রধান নির্বাচক নান্নু। কিন্তু দল ঘোষণায় মিজানুরের নাম নেই। রাব্বিকে নেয়া হয়েছে। ব্যাটিংয়ের সঙ্গে রাব্বি বাঁহাতি অর্থোডক্স স্পিনারও। ওয়ানডে দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সাইফউদ্দিন, ফজলে রাব্বি।
×