ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্গোৎসব উপলক্ষে হিলি স্থলবন্দরের কার্যক্রম ৯ দিন বন্ধ

প্রকাশিত: ০৬:১৯, ১২ অক্টোবর ২০১৮

দুর্গোৎসব উপলক্ষে হিলি স্থলবন্দরের কার্যক্রম ৯ দিন বন্ধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ আজ শুক্রবার থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ৯দিন বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলা হিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, ভারতের হিলি এক্সপোর্টার এ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এ্যাসোসিয়েশন সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার থেকে ৯দিন এ বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তিনি জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারতের ক্লিয়ারিং এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত সাহা স্বাক্ষরিত এক পত্রে ৯ দিন ছুটির কথা জানানো হয়। ২১ অক্টোবর থেকে আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি চালু হবে। তবে হিলি স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি আব্দুস সবুর মিয়া জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম ৯ দিন বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
×