ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বল্পমূলধনী কোম্পানির ক্রেতা সঙ্কট

পুঁজিবাজারে সূচকের পতন

প্রকাশিত: ০৬:১৭, ১২ অক্টোবর ২০১৮

পুঁজিবাজারে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (ডিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬৪৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৫৬ কোটি ৯৬ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে ৮০১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বৃহস্পতিবারের বাজার বিশ্লেষণে দেখা গেছে, দ্বিতীয় দিনের মতো বড় লভ্যাংশ ঘোষণার পর স্টাইলক্রাফটের সবচেয়ে বেশি দর কমেছে। এই দিনেও শেয়াররটির ক্রেতা ছিল না। একইভাবে অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে স্পট মার্কেটে লেনদেন হওয়া মুন্নু সিরামিক, লিগ্যাসি ফুটওয়্যার, আজিজ পাইপ, লিব্রা ইনফিউশনের মতো শেয়ারের দিনভর কোন ক্রেতা ছিল না। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯২৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ সামিট পাওয়ার, খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো, ড্রাগন সোয়েটার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, নূরানী ডাইং, বিবিএস ক্যাবল, সিঙ্গার বিডি ও এ্যাকটিভ ফাইন। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ হোটেল পেনিনসুলা, সেন্ট্রাল ফার্মা, এসকে ট্রিমস, ফাইন ফুড, মেঘনা সিমেন্ট, বেক্সিমকো, নূরানী ডাইং, আইসিবি অগ্রণী মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল লাইফ ও সায়হাম কটন। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ আইএসএন, মুন্নু সিরামিক, লিগ্যাসি ফুটওয়্যার, ইনটেক, দুলামিয়া কটন, লিব্রা ইনফিউশন, ইস্টার্ন লুব্রিক্যান্টস, প্যারামাউন্ট টেক্সটাইল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও মিথুন নিটিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৮০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।
×