ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খোকন ভূঁইয়া

সিনেপাড়ায় পূজার ঢাক

প্রকাশিত: ০৭:১৮, ১১ অক্টোবর ২০১৮

সিনেপাড়ায় পূজার ঢাক

চলছে দেবীপক্ষ। চারদিকে মহামায়ার আগমবার্তা। সার্বজনীন দুর্গাপূজাকে ঘিরে অনেক পরিকল্পনা আর ব্যস্ততা আমাদের বাঙালী জীবনে। প্রস্তুতির মোটেও কমতি নেই রুপালি জগতের তারকাদের। লাইট-ক্যামেরা আর এ্যাকশনের ফাঁকে কেমন কাটবে তারকাদের পূজার আনন্দ। সে কথাই বলেছেন সিনেদুনিয়ার বহুলচেনা কিছু পরিচিত মুখ। বাপ্পী চৌধুরী বর্তমান সময়ে ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। আসন্ন পূজাকে ঘিরে পরিকল্পনার কথা জানান তিনি। তিনি বলেন, এবারের পূজা একদিন ঢাকা কাটিয়ে নরসিংদী যাব। তার পরেরদিন বাগেরহাট এবং তারপরের দিন নারায়ণগঞ্জ যাব। পরিবার আত্মীয়স্বজনদের নিয়েই পূজা পালন করব। আমি সব সময় বোমাবাজি করতে পছন্দ করি। গত দুই পূজায় বোমাবাজি করে দুইবার দুর্ঘটনা করেছিলাম। বিদ্যা সিনহা সাহা মিম ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সুন্দরীর খেতাব নিয়ে মিডিয়ায় যাত্রা শুরু। শোবিজ অঙ্গনে পা রাখার পর থেকেই ধীরে ধীরে মডেলিং ও অভিনয়ে সাবলীল পারফর্ম দিয়ে মিডিয়ায় বেশ আলোচিত। আসন্ন পূজাকে ঘিরে পরিকল্পনা জানতে চাইলে এ লাক্স কন্যা বলেন, পূজা এবার আমার দাদার বাড়ি বাগেরহাট পালন করব। আমার দাদার নাম লিটন শিকদার। দাদা বউদি তাদের সঙ্গেই পূজার আনন্দ ভাগাভাগি করব। ঢাকা একদিন পূজা পালন করে বাকি তিন দিন বাগেরহাট থাকব। তবে মামাবাড়ি প্রায় সময় পূজা পালন করা হয়। যে কয়দিন মামাবাড়ি থাকতাম সেই কয়দিন দলে দলে লোকজন আসত আমাকে দেখার জন্য। গ্রামের বাড়ি অনেক বড় উঠান রয়েছে। সে উঠান ভরে সকাল থেকে রাত অব্দি মানুষজন ভিড় করত। নায়িকা আসার একটা আমেজ থাকত গ্রামজুড়ে। চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী বহুমাত্রিক অভিনয়শিল্পী হিসেবে দর্শকের কাছে সুপরিচিত। চলচ্চিত্র, নাটক, মঞ্চনাটক, মডেলিং প্রতিটি ক্ষেত্রে তার সমান জনপ্রিয়তা। তিনি যে কাজেই হাত দিয়েছেন, তাতেই শতভাগ সফল হয়েছেন। তিনি উভয় পর্দাতেই অভিনয় করছেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা নিয়ে তিনি বলেন, এখন কি আমাদের সেই বয়স আছে যে পূজা নিয়ে পরিকল্পনা করব। আমাদের সন্তানদের এখন বয়স। আমাদের শুধু দায়িত্ব পালন করার সময়। সবাইকে নতুন পোশাক কিনে দেয়া। বাবা-মা বৃদ্ধ তারা গ্রামের বাড়িতে থাকেন। বাবা-মা ভাই-বোন মিলে প্রতিবারের মতো এবারও পূজা গ্রামের বাড়ি পালন করার পরিকল্পনা রয়েছে। সবার একটি মিলনমেলা হয় পূজার সময়। অপর্ণা ঘোষ ছোট পর্দা থেকে শুরু করে ভিন্নধারা- সব জায়গায়ই প্রতিভার স্বাক্ষর রেখেছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। তিনি বলেন, গ্রামের বাড়ি চট্টগ্রাম পূজা পালন করব। সেভাবে পূজার কেনাকেটা হয় না। তবে কখনও কেনাকেটার জন্য বের হলে একসঙ্গে অনেক শপিং করি। উর্মিলা শ্রাবন্তী কর সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। তারপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্র দিয়ে দর্শকদের কাছেও বেশ গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন এই গ্ল্যামার কন্যা। তাই নির্মাতাদের কাছেও আস্থা নির্ভর শিল্পী হয়ে উঠেছেন তিনি। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা আর পূজা নিয়ে এবারে পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, বাবাকে ছাড়া পূজা করতে হবে। যার কারণে এবারের পূজা ভাল কাটবে না। বাবাকে অনেক বেশি মিস করব। বাবাকে হারিয়েছি এক বছর হয়েছে। কষ্টের স্মৃতিগুলো বেশি মনে পরে। এবার আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে আমার ভাইয়ের বউ। এবার নতুন বউকে নিয়েই সব পরিকল্পনা। সবাই মিলে চিটাগাং যাব পূজা পালন করতে। ছোটবেলা একসঙ্গে সবাই মিলে ঘুরতাম। ছোটবেলার লাইফটা খুব মিস করি।
×