ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবচেয়ে নিখুঁত পাসপোর্ট

প্রকাশিত: ০৬:৪২, ১১ অক্টোবর ২০১৮

সবচেয়ে নিখুঁত পাসপোর্ট

বিশ্বের সবচেয়ে নিখুঁত পাসপোর্ট হিসেবে জায়গা করে নিয়েছে জাপানী পাসপোর্ট। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই জানায় বৈশ্বিক নাগরিকত্ব ও বসবাস নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হেনলি পাসপোর্ট ইনডেক্স। এর মাধ্যমে ১৯০টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবে তারা। নিখুঁত পাসপোর্টের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এ বছরের শুরুতে নিখুঁত পাসপোর্ট তালিকার শীর্ষে ছিল জার্মানি। -চ্যানেল নিউজ এশিয়া আর্জেন্টিনার প্রতিবাদ ফকল্যান্ড দ্বীপে ব্রিটেনের সামরিক মহড়া প্রত্যাখ্যান করে বুয়েনস আয়ার্স ব্রিটিশ দূতাবাসে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। স্প্যানিশ ভাষাভাষী দেশগুলোর কাছে মালভিনাস নামে পরিচিত প্রশান্ত মহাসাগরের দক্ষিণে অবস্থিত ব্রিটিশ শাসিত ওই দ্বীপকে নিয়ে ১৯৮২ সালে দেশ দুটির মধ্যে যুদ্ধ হয়। দু’বছর আগেও আর্জেন্টিনা এই ধরনের প্রতিবাদ জানিয়েছিল এবং ব্রিটেন বলেছিল, এটা নিয়মিত মহড়া। -এএফপি
×