ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়েরাও তো পেতে পারেন বাড়ি, কিংবা প্লট

প্রকাশিত: ০৬:৪৮, ১০ অক্টোবর ২০১৮

মেয়েরাও তো পেতে পারেন বাড়ি, কিংবা প্লট

জাহিদুল আলম জয় ॥ ক্রীড়ার সাফল্য বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে অনেকবার। যে কারণে সংশ্লিষ্ট ক্রীড়াবিদদের সরকার বিভিন্ন সময়ে আকর্ষণীয় উপহার দিয়েছেন। এর মধ্যে আছে গাড়ি, বাড়ি, প্লট থেকে শুরু করে ফ্ল্যাট। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে আরও অনেক খেলার তারকারা এ সুবিধা পেয়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাক লাগানো সাফল্য পাওয়া বাংলাদেশ মহিলা দলের ফুটবলাররা সে অর্থে এখন পর্যন্ত তেমন সুযোগ-সুবিধা পাননি। সদ্যই ভুটান থেকে সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর এ নিয়ে কথাবার্তা ফের চাউর হয়েছে। ইতোমধ্যে অবশ্য জানা গেছে বৃহস্পতিবার বাংলার বাঘিনীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সবার দৃষ্টি সেদিকে। কি পেতে যাচ্ছেন স্বপ্না, আঁখি, মৌসুমী, সানজিদারা? সংশ্লিষ্টদের মতে, বেশিরভাগ ফুটবলার যেহেতু দরিদ্র ঘরের সেহেতু তাদের অল্প কিছু অর্থ না দিয়ে সারাজীবনের ভবিষ্যত হয়ে যায় এমন কিছু দেয়া। এক্ষেত্রে নিজ নিজ এলাকায় বাড়ি বা ফ্ল্যাট করে দেয়ার কথা বলছেন অনেকে। অবশ্য এর আগে মেয়েদের সাফল্যের পর অনেকবারই উপহারের ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু সেগুলোর বাস্তবায়ন হতে দেখা যায়নি। এক্ষেত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নাম চলে আসে সবার আগে। নির্দিষ্ট করে বললে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তিনি এর আগে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি। এ কারণেই হয়তো এবার মেয়েরা দক্ষিণ এশিয়া জয় করে আশার পর তিনি নীরব আছেন। ২০১৭ সালের ২৪ ডিসেম্বর ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনুর্ধ-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার কিশোরীরা। খেলা শেষে মাঠে দাঁড়িয়েই চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের জন্য পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছিলেন ক্রীড়া উপমন্ত্রী। এখানেই শেষ নয়। আবারও তিনি ‘ঐতিহাসিক’ এ রকম আরেকটি ঘোষণা দেন গত ৩ এপ্রিল রাতে, ঢাকার শাহ্জালাল বিমানবন্দরে। সেদিন মেয়েদের একই দল ঢাকায় ফিরেছিল হংকংয়ে অনুষ্ঠিত জকি কাপ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে। সেই রাতেও আবেগে উচ্ছ্বসিত হয়ে জয় মেয়েদের ছয় হাজার ডলার (পাঁচ লাখ টাকার সামান্য বেশি) পুরস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু এই ঘোষণারও বাস্তবায়ন দেখা যায়নি। অথচ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীসহ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনেক উর্ধতন কর্মকর্তাকেই অতীতে দেখা গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জয়ে সঙ্গে সঙ্গে বিবৃতি দিয়ে তাদের ৫, ১০ বা ২০ লাখ টাকা পর্যন্ত অর্থ পুরস্কার উপহার দেয়ার ঘোষণা দিতে। সেসব ঘোষণার বাস্তবায়নও দেখা গেছে। শুধু টাকাই নয়- গাড়ি, বাড়ি, জমিসহ আকর্ষণীয় অনেক কিছুই দিতে। অথচ বিস্ময়কর হলেও সত্যি, বাংলাদেশ জাতীয় নারী দল বা হকি দল শিরোপা জিতলে তাদের ভাগ্যে জোটে মামুলি ক্রেস্ট, গালভরা প্রতিশ্রুতি কিংবা সস্তা মূল্যের কোন ‘হোম এ্যাপ্লায়েন্স’। তবে এখন সময় এসেছে মেয়েদের পাশে সত্যিকার অর্থে দাঁড়ানোর। এমন মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের মতে, সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করবে হবে। আর এ দায়িত্ব সরকারেরই। এখন দেখার আগামীকাল প্রধানমন্ত্রীর কাছ থেকে কি পান লাল-সবুজের দেশের মুখ উজ্জ্বল করা তরুণীরা।
×