ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরগমের সাংস্কৃতিক আয়োজন

প্রকাশিত: ০৭:১২, ৭ অক্টোবর ২০১৮

সরগমের সাংস্কৃতিক আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের সঙ্গীত বিষয়ক একমাত্র নিয়মিত পত্রিকা মাসিক ‘সরগম’-এর ২২ বছর পার করে ২৩ বছরে পদার্পণ করে গত ১ অক্টোবর। এ উপলক্ষে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, প্রখ্যাত গীতিকার কে জি মোস্তফা, সঙ্গীতজ্ঞ আজাদ রহমান, গীতিকার শহিদুল্লাহ ফরায়জী, সেলিনা আজাদ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সরগম সাংস্কৃতিক দলের শিল্পীরা। সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এই দিন। আলোচনা পর্বের পর জন্মদিনের কেক কাটা হয়। এরপরই শুরু হয় সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন খুরশীদ আলম, সেলিনা আজাদ, ইন্দ্র মোহন রাজবংশী, দিপ্তী রাজবংশী, রেবেকা সুলতানা, মুনতারিন মহল, উল্কা হোসেন, রোকেয়া হাসিনা নীলি, মঞ্জুষা, শিরীন শীলা, রাবেয়া আক্তার, করিম হাসান খান, ওস্তাদ করিম শাহাবুদ্দিন, ইবনে রাজন, সরগম সাংস্কৃতিক দলের অনুরাধা, ক্ষুদে গানরাজ পুষ্পিতা, রুনা, তানিয়া প্রমুখ। প্রবীণ গিটারিস্ট এনামুল কবিরের গিটারে সুরের মুর্ছনায় শেষ হয় মনোমুগ্ধকর সঙ্গীতপর্ব। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শামীমা চৌধুরী এলিস। অনুষ্ঠানে ‘সরগম’ সম্পাদক ও সরগম সাংস্কৃতিক দলের সভাপতি কাজী রওনাক হোসেন বলেন, ‘সরগম সাংস্কৃতিক দলও ইতোমধ্যে সাফল্যের সঙ্গে বেশ কিছু অনুষ্ঠান করেছে। শ্রোতা-দর্শকদের প্রশংসা অর্জন করেছে। সরগম সাংস্কৃতিক দলের শিল্পীরা নিয়মিত বিভিন্ন চ্যানেল, বিটিভি ও মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছেন। জন্মদিনের অনুষ্ঠানের এই শুভক্ষণে সরগম ও সরগম সাংস্কৃতিক দলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
×