ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৌসুমীদের দৃষ্টি আজ ফাইনালে

প্রকাশিত: ০৭:০২, ৫ অক্টোবর ২০১৮

মৌসুমীদের দৃষ্টি আজ ফাইনালে

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। কাল (শুক্রবার) আমাদের সেমিফাইনাল ম্যাচ ভুটানের বিরুদ্ধে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা জেতার জন্যই মাঠে নামব। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ইনশাল্লাহ আমরা জিতব।’ বাংলাদেশ অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মিশরাত জাহান মৌসুমীর বক্তব্য এটি। আজ ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় স্বাগতিক ভুটানের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। যদি জেতে তাহলে বাংলার বাঘিনীরা পৌঁছে যাবে সাফ অনুর্ধ-১৮ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আজ একই ভেন্যুতে বিকেল সাড়ে ৩টায় প্রথম সেমিতে ভারত মোকাবেলা করবে নেপালকে। এদিকে মোবাইল ফোনের আলাপচারিতায় জনকণ্ঠকে গোলাম রব্বানী ছোটন বলেন, ‘ভুটান স্বাগতিক দল। অবশ্যই তারা ভাল দল। ভাল না হলে এ পর্যন্ত কিভাবে এলো? তাদের সমীহ করেই খেলব আমরা। তবে আগের সব ম্যাচের মতোই এই ম্যাচেও আমরা আক্রমণাত্মক ফুটবলই খেলব। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে আমরাই জিতব ইনশাল্লাহ্।’ গ্রুপপর্বের ম্যাচে বাংলাদেশ ১৭-০ গোলে পাকিস্তানকে এবং ২-১ গোলে হারায় নেপালকে। পক্ষান্তরে ভুটান ১৩-০ গোলে মালদ্বীপকে হারালেও ভারতের কাছে হেরে যায় ০-৪ গোলে। পাকিস্তানকে হারানো ম্যাচে একসঙ্গে দুটি রেকর্ড গড়ে লাল-সবুজবাহিনী। যে কোন লেভেলের ফুটবলে এটিই বাংলাদেশ মহিলা দলের সবচেয়ে বেশি গোলে জয়ের নজির। ওই ম্যাচে ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না করে ডাবল হ্যাটট্রিকসহ ৭ গোল যা যে কোন লেভেলের ফুটবলে কোন বাংলাদেশী মহিলা ফুটবলারের এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। নেপালের বিরুদ্ধে ম্যাচে স্বপ্নাকে মেরে আহত করে নেপালী ডিফেন্ডাররা (ওই ম্যাচেও ১ গোল করে স্বপ্না)। ডান হাঁটুতে প্রচ- চোট পায় সে। এখন ভুটানের বিরুদ্ধে সেমির ম্যাচে স্বপ্নার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়-অনিশ্চয়তার। এ প্রসঙ্গে ছোটন বলেন, ‘স্বপ্নার হাঁটুর ইনজুরি আগের চেয়ে ইমপ্রুভ করেছে। এখনও হাল্কা ব্যথা আছে। তবে সেমির ম্যাচে খেলতে পারবে কি না, সেটা এখনও নিশ্চিত নয়। আমরা শুক্রবার ম্যাচের দিন সকাল পর্যন্ত দেখব ওর অবস্থা। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ সেমির ম্যাচে দলে কিছু পরিবর্তন আসবে বলে আভাস দিয়েছেন ছোটন। শুরু থেকেই মারিয়া মান্দা আর মনিকা চাকমাকে খেলানোর পরিকল্পনা আছে বলে জানান তিনি। আরও যোগ করেন, ‘দলের সব খেলোয়াড়রা সুস্থ এবং ফিট আছে। মানসিকভাবেও তারা চাঙ্গা আছে। বৃহস্পতিবার তারা বেশ ভালমতোই অনুশীলন করেছে। সেমির ম্যাচে জিততে তারা আত্মবিশ্বাসী।’ মজার ব্যাপারÑ প্রায় দেড় মাসের ব্যবধানে একই মাঠে একই দেশের বিরুদ্ধে একই পরিস্থিতিতে ভিন্ন টুর্নামেন্টের সেমিতে মুখোমুখি হচ্ছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। গত আগস্টে এই মাঠেই সাফ অনুর্ধ-১৫ নারী চ্যাম্পিয়নশিপের সেমিতে ভুটানকে ৫-০ গোলে হারিয়েছিল বাংলার বাঘিনীরা। এবার একই ঘটনার পুনরাবৃত্তি করার সুযোগ এসেছে অনুর্ধ-১৮ দলেরও। পারবে কী তারা?
×