ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সের জয়ে সেমিতে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৬, ৪ অক্টোবর ২০১৮

ফিলিপিন্সের জয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে মজাটা হলোÑ এ জন্য তাদের মাঠে নামতেই হয়নি! স্বাগতিক দলের শেষ চারে নাম লেখানোটা সম্ভব হয়েছে ১১৪ র‌্যাঙ্কিংধারী ফিলিপিন্সের বদৌলতে। বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে তারা ৩-১ গোলে হারায় ১৭৯ র‌্যাঙ্কিংধারী লাওসকে। এই ম্যাচের আগে সমীকরণটা ছিল এমনÑ ফিলিপিন্স জিতলে তারা বাংলাদেশকে সঙ্গে নিয়ে চলে যাবে শেষ চারে। লাওস জিতলে শেষ ম্যাচে ফিলিপিন্সের বিরুদ্ধে (আগামীকাল ৫ অক্টোবর) ম্যাচে বাংলাদেশের প্রয়োজন হবে ড্র। আর লাওস ড্র করলেও সেমিতে যাবে স্বাগতিক দল। শেষ পর্যন্ত লাওস আর জিততে পারেনি। বরং হেরেই এই আসর থেকে সবার আগে রিক্তহস্তে বিদায় নিল আর ফিলিপিন্স যেন উপহার দিল বাংলাদেশকে! এজন্য ফিলিপিন্স দলকে ধন্যবাদ দিতেই পারেন বিপলু, সুফিল, জনি, জামালরা। এদিন তারা পুরো দল মিলে উপশহরের রোজ ভিউ হোটেলে বসে টিভিতে ম্যাচটি দেখতে বসেন উৎকণ্ঠা নিয়ে। তবে তাদের উৎকণ্ঠা শেষ পর্যন্ত পরিণত হয় স্বস্তি আর আনন্দে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এই আসরে সেমিতে উঠল লাল-সবুজরা। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে এমন কৃতিত্ব দেখিয়েছিল স্বাগতিক দল। গত সেপ্টেম্বরে সাফে অল্পের জন্য সেমিতে উঠতে পারেনি বাংলাদেশ। ড্র করলেই সেমি নিশ্চিত, এমন সমীকরণের ম্যাচে নেপালের কাছে ০-২ গোলে হেরে ভাসে দুঃখের সাগরে। আশঙ্কা ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপেও না জানি একই পরিণতি হয়। কিন্তু সে আশঙ্কা অমূলক প্রতিপন্ন হয়েছে ফিলিপিন্সের সহজ জয়ে। তাদের হয়ে গোলগুলো করেন ৪৩ মিনিটে পেনাল্টি থেকে বেতিস জভিন, ৫৪ মিনিটে হ্যাভিয়ের অগাস্টিন এবং ৮১ মিনিটে পেনাল্টি থেকে মিসাগ বাহাদোরান। ৮৮ মিনিটে পেনাল্টিতে এক গোল শোধ করেন লাওসের পিথাক কংমাথিলান। খেলা শেষ হলে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পয়েন্টবিহীন লাওস, সেমিতে যাওয়ার আনন্দ নিয়ে ফিলিপিন্স। আর ফিলিপিন্সের কল্যাণে শেষ চারে নাম লিখিয়ে তাদের চেয়েও বেশি আনন্দে মেতে ওঠে বাংলাদেশ।
×