ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চায়না ওপেনে ওজনিয়াকি-ওসাকার জয়

প্রকাশিত: ০৭:১৪, ২ অক্টোবর ২০১৮

চায়না ওপেনে ওজনিয়াকি-ওসাকার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই চায়না ওপেনের মিশন শুরু করেছেন ইউএস ওপেনের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা এবং ক্যারোলিন ওজনিয়াকি। প্রথম রাউন্ডের ম্যাচে সোমবার নাওমি ওসাকা পরাজিত করেন কাজাখস্তানের জেরিনা দিয়াসকে। আরেক ম্যাচে ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি ৬-২ এবং ৬-৩ গেমে পরাজয়ের স্বাদ উপহার দেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে। গত মাসেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান নাওমি ওসাকা। ইউএস ওপেনের ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট নিজের শোকেসে তুলেন তিনি। সেইসঙ্গে জাপানের প্রথম খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন ২০ বছরের এই তরুণী। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের পর থেকেই আলোচনার তুঙ্গে এই জাপানী তারকা। এরপর প্যানপ্যাসিফিক ওপেনেও দুর্দান্ত খেলেন ইউএস ওপেনের চ্যাম্পিয়ন। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে সেই টুর্নামেন্টের ফাইনালেও জায়গা করে নেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। শিরোপা জয়ের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভার কাছে হেরে যান ওসাকা। তবে ফাইনালে হারের পর জাপানী তারকা জানান, ইউএস ওপেন জয়ের পর তিনি যথেষ্ট ক্লান্ত ছিলেন। কোর্টেও দেখা যায় তার ক্লান্তিকর অবস্থা। যে কারণে শনিবার শেষ হওয়া উহান ওপেনে খেলেননি ওসাকা। তবে উহান ওপেনে অংশগ্রহণ না করা জাপানী তারকা চায়না ওপেনেই কোর্টে ফিরেছেন। শুরুটাও করেছেন দুর্দান্ত। সোমবার নিজের প্রথম ম্যাচে কাজাখস্তানের জেরিনা দিয়াসকে হারাতে তিনি সময় নেন মাত্র ৬৮ মিনিট। সরাসরি সেটে প্রতিপক্ষকে পরাজিত করেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেন তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে দারুণ খুশি ইউএস ওপেনের শিরোপাজয়ী নাওমি ওসাকা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচটা সবসময়ই কঠিন। এমন জয়ে আমি খুব খুশি। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও ধরে রাখতে চাই।’ দ্বিতীয় পর্বে তার সামনে বড় বাধা এখন আমেরিকান তারকা ড্যানিয়েলে কলিন্স। রবিবার তিন সেটের কঠিন লড়াইয়ের পর ড্যানিয়েলে কলিন্স প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দেন সাবেক শীর্ষ দশে থাকা তিমিয়া বাসসিনস্কিকে। দিনের আরেক ম্যাচে ক্যারোলিন ওজনিয়াকি সরাসরি সেটেই পরাজিত করেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে। সুইস তারকার বিপক্ষে সপ্তমবারের মুখোমুখি লড়াইয়ে ওজনিয়াকির এটা তৃতীয় জয়। প্রথম পর্বের বাধা অতিক্রম করে স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত ওজনিয়াকি। বছরের শেষ গ্র্যান্ডস্লামের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা আর প্রথম মেজর টুর্নামেন্টের শিরোপাটা জিতেছিলেন এই ড্যানিশ তারকাই। বেজিংয়ের এই আসরে তাই এই দুই তারকার গায়েই ফেবারিটের তকমাটা লাগানো। কেননা, এই টুর্নামেন্টে খেলছেন না সেরেনা উইলিয়ামস। শুধু তাই নয়, এই মৌসুমেই আর কোর্টে নামছেন না বলে ইতোমধ্যেই নিশ্চিত করেছেন তিনি। সেরেনা উইলিয়ামস দীর্ঘ ১৪ মাস কোর্টের বাইরে থাকার পর এ বছরেই কোর্টে ফিরেন দোর্দ- প্রতাপে। টানা দুটি গ্র্যান্ডস্লামের ফাইনালেও জায়গা করে নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। কিন্তু দুর্ভাগ্য তার। টানা দুই টুর্নামেন্টের ফাইনালে হেরেই স্বপ্নভঙ্গ হয় সেরেনার। উইম্বলডনে জার্মানির এ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরে যান তিনি। এরপর মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনে জাপানের নাওমি ওসাকার কাছে হার মানেন সেরেনা উইলিয়ামস। অথচ, সুদীর্ঘ ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি। আর মাত্র একটি শিরোপা জিতলেই গড়বেন নতুন মাইলফলক। মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪ গ্র্যান্ডস্লাম জয়ের অবিশ্বাস্য রেকর্ডে ভাগ বসাবেন সেরেনা উইলিয়ামস।
×