ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘কালবেলা’য় শিশির-অথৈ

প্রকাশিত: ০৪:৩৫, ২ অক্টোবর ২০১৮

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘কালবেলা’য় শিশির-অথৈ

স্টাফ রিপোর্টার ॥ সরকারী অনুদানে ২০১৭-২০১৮ অর্থবছরে মুক্তিযুদ্ধভিত্তিক আরও একটি নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন গুণী পরিচালক সাইদুল আনাম টুটুল। ‘কালবেলা’ নামে এই চলচ্চিত্রটি নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আকার’ থেকে নির্মিত হবে। ‘কালবেলা’ চলচ্চিত্রের গল্প নেয়া হয়েছে ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনী’ বই থেকে। মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারীর ওপর অন্যায়, অত্যাচার ও নির্যাতনের গল্প বইটিতে তুলে ধরা হয়েছে। তার মধ্যে একজন নারী সানজিদা। সানজিদার ওপর করা মানসিক ও সামাজিক নির্যাতনের গল্পই এ চলচ্চিত্রে ফুটিয়ে তুলবেন বলে জানান নির্মাতা সাইদুল আনাম টুটুল। এদিকে চলচ্চিত্রে প্রধান দুই চরিত্রে শিশির ও তাহমিনা অথৈকে চূড়ান্ত করা হয়েছে। নির্মাতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চরিত্রানুযায়ী শিশির এবং তাহমিনা দু’জনই পারফেক্ট। তাই তাদের নিয়েছি। তারা দু’জনই ভাল করবে বলে আমি আশাবাদী। শিশির দীর্ঘদিন ধরে একাধারে টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করছেন। এর আগে তিনি ‘মাটির পরী’, ‘গু-ামি’, ‘ভালবাসাপুর’, ‘চুরিচুরি মন চুরি’ ও ‘উদীয়মান সূর্য’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে শিশির বলেন, আমি আগে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছি ঠিকই। তবে টুটুল স্যারের ‘কালবেলা’ আমার জন্য অনেক বড় প্লাটফর্ম। যা আগামীদিনে অভিনয়ের আঙ্গিনায় আমার পথচলাটা অনেক সহজ করবে। এ চলচ্চিত্রে আমাকে সুযোগ দেয়ার জন্য আমি টুটুল স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্যদিকে তাহমিনা অথৈর প্রথম চলচ্চিত্র হলো ‘চট্টলা এক্সপ্রেস’। তবে তার আগেই শূটিং শুরু হতে যাচ্ছে ‘কালবেলা’ চলচ্চিত্রের। তাহমিনা অথৈ বলেন, অভিনয়েই আমি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। কারণ ছোটবেলা থেকেই অভিনয়ে নিজেকে সম্পৃক্ত রেখেছি। যতো বড় হচ্ছি ততোই অভিনয় নিয়ে আমার স্বপ্নটা বড় হচ্ছে। অভিনয়ের মধ্য দিয়ে যদি সংস্কৃতিতে কিছুটা হলেও আমি অবদান রাখতে পারি সেটাই হবে আমার অনেক বড় সাফল্য। আর ‘কালবেলা’ চলচ্চিত্রের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিনয়ের যাত্রাটা অবশ্যই আমার জন্য অনেক বড় অর্জন। টুটুল স্যারের মতো এতো বড় মাপের একজন নির্মাতার নির্দেশনায় কাজ করা আমার জন্য সৌভাগ্যের। তাহমিনা অথৈ ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার অভিনীত প্রথম নাটক মোস্তফা মননের ‘গোলাপজান ছাত্রীনিবাস’। নিয়মিত তিনি বাংলাভিশনে প্রচার চলতি খায়রুল বাবু প্রযোজিত ‘দিন প্রতিদিনে’র উপস্থাপনা করছেন। মিডিয়ায় অথৈ’র সম্পৃক্ততা মোস্তফা মনন ও খায়রুল বাবুর হাত ধরেই। তাই তাদের প্রতি অথৈ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। চলতি মাসের প্রথম সপ্তাহেই খুলনায় সাইদুল আনাম টুটুল পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘কালবেলা’র শূটিং শুরু হতে যাচ্ছে।
×