ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্ধানী লাইফের এজিএম আগামী বছর থেকে নগদ লভ্যাংশের দাবি

প্রকাশিত: ০৪:০৮, ১ অক্টোবর ২০১৮

 সন্ধানী লাইফের এজিএম আগামী বছর থেকে  নগদ লভ্যাংশের দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিগত ১৫ বছরের মধ্যে একবারও শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেয়নি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। যা ২০১৭ সালের ব্যবসায়ও একই ধারাবাহিকতা ধরে রাখা হয়েছে। এরই আলোকে আগামী বছরে বোনাস শেয়ারের পাশাপাশি নগদ লভ্যাংশ দাবি জানিয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। কোম্পানিটির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ দাবি জানানো হয়েছে। রবিবার রাজধানীর এমএইচ শমরিতা হাসপাতাল এ্যান্ড মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের এজিএমে শেয়ারহোল্ডাররা এ দাবি জানান। এজিএমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মকবুল হোসেন বলেন, যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে ব্যাংকিং, শেয়ারবাজার এবং বীমা শিল্প খাতের ওপর। কেবল মাত্র একটি খাতের উন্নয়ন দ্বারা সামগ্রিক ও সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন ঘটানো সম্ভব নয়। তিনি বলেন, জীবন বীমা শিল্প এখন শুধু শহরের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই শিল্পের সেবার আওতায় নানা শ্রেণী পেশার মানুষ অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় সন্ধানী ইন্স্যুরেন্সের কর্তৃপক্ষ শুধুমাত্র মানুষ দ্বারা চালিত ব্যবসা পদ্ধতিকে পরিবর্তন করে, সারাদেশব্যাপী কম্পিউটার ভিত্তিক অনলাইন সিস্টেম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সন্ধানী লাইফ মনে করে এখনই পরিবর্তনের সঠিক সময়। যা কোম্পানির বীমাগ্রহিতাদের উন্নত সেবা প্রদান করতে পারে। একইসঙ্গে বৃদ্ধি পাবে সংগঠনের দক্ষতা ও সক্ষমতা। এজিএমে কোম্পানিটির পর্ষদের ২০১৭ সালের জন্য ঘোষিত ২০ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া এজিএমে ২০১৭ সালের কোম্পানির পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ, বিবেচনা ও অনুমোদন; ২০১৮ সালের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিতোষিক নির্ধারণ; ২০১৮ সালের কর্পোরেট গর্বনেন্স এর কমপ্লাইন্স সার্টিফিকেট প্রদানের জন্য চার্টার্ড এ্যাকাউন্টেট নিয়োগ এবং পরিচালক নির্বাচন। এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও আসানুল ইসলাম টিটু, ভাইস- চেয়ারম্যান মুজিবুল ইসলাম, পরিচালক হুমায়ন কবিরসহ অনেকে।
×