ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

এক সপ্তাহে ডিএসইর লেনদেন কমেছে হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৬:০৮, ৩০ সেপ্টেম্বর ২০১৮

এক সপ্তাহে ডিএসইর লেনদেন কমেছে হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সপ্তাহজুড়ে ডিএসইর সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে হাত বদল হওয়ার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও আগের সপ্তাহ থেকে হাজার কোটি টাকা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৮৪৯ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার ৮৪২ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ৩৪ কোটি ৬ লাখ ২১ হাজার ৮৫৭ টাকা বা ২৬.৬২ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৮৩ কোটি ৮৫ লাখ ৬৯ হাজার ৬৯৯ টাকার। বিদায়ী সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৫৬৯ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার ৫৬৮ টাকার। আর আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৭৭৬ কোটি ৭৭ লাখ ১৩ হাজার ৯৩৯ টাকা। এ হিসাবে বিদায়ী সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন ২০৬ কোটি ৮১ লাখ ২৪ হাজার ৩৭১ টাকা কমেছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৪.১৬ পয়েন্ট বা ২.২৭ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৬.১৭ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ এবং শরিয়াহ সূচক ২৫.৪৯ বা ২.০৩ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮৮১ ও ১২৩০ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির, কমেছে ২৫৭টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১২টির। বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকা পরিমাণে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ২৫৩ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮১ কোটি ৯৯ লাখ ২৪ হাজার টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের এবং ১৩৯ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন করে তৃতীয় সর্বোচ্চ স্থানে উঠে আসে ইফাদ অটোস। এছাড়া শাশা ডেনিমসের ১০৫ কোটি ১৫ লাখ ৬৪ হাজার টাকার, একটিভ ফাইনের ১০৫ কোটি ৮ লাখ ৮৩ হাজার টাকার, বিবিএস কেবলসের ৮১ কোটি ৬৩ লাখ ৮১ হাজার টাকার, ইনটেকের ৬৭ কোটি ৫৫ লাখ ৯৩ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ৫৯ কোটি ২৫ লাখ ৪৪ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৫২ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার টাকার এবং আমান ফিডের ৫২ কোটি ১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : রিপাবলিক ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, ঢাকা ইন্সুরেন্স, ম্যারিকো, নিটল ইন্স্যুরেন্স, স্টাইলক্রাফট, এসকে ট্রিম, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও তাকাফুল ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইভিন্স টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, মোজাফফর হোসেন, আলহাজ্ব টেক্সটাইল, আরএন স্পিনিং, ইয়াকিন পলিমার, এপোলো ইস্পাত, রংপুর ফাউন্ড্রি ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।
×