ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংলিশ লীগ কাপ

লিভারপুলকে বিদায় করে চতুর্থ রাউন্ডে চেলসি

প্রকাশিত: ০৬:০৫, ২৮ সেপ্টেম্বর ২০১৮

লিভারপুলকে বিদায় করে চতুর্থ রাউন্ডে চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ ছন্দে থাকা লিভারপুলকে বিদায় করে ইংলিশ লীগ কাপ ফুটবলের চতুর্থ রাউন্ডে উঠেছে চেলসি। বুধবার রাতে দ্য রেডসদের ঘরের মাঠে তৃতীয় রাউন্ডের ম্যাচে অতিথি ব্লুজরা জিতেছে ২-১ গোলে। পিছিয়ে পড়েও দারুণ এই জয়ে টুর্নামেন্টে আরও ভাল করার স্বপ্ন বুনছে চেলসি। আরেক ম্যাচে ব্রেনফোর্ডকে ৩-১ গোলে হারিয়ে পরের পর্বের টিকেট পেয়েছে আর্সেনালও। আর ওয়াটফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে পরের রাউন্ডে উঠেছে টটেনহ্যাম হটস্পার। চেলসির বিরুদ্ধে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৮ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ড্যানিয়েল স্টারিজের গোলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু শেষদিকে ছয় মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে ইংলিশ প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়ন্স লীগ মিলিয়ে টানা সাত ম্যাচ জিতে মাঠে নামা দলটি। ৭৯ মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার এমেরসন পালমিয়েরির গোলে সমতায় ফেরে চেলসি। আর ৮৫ মিনিটে দারুণ এক গোলে জয় নিশ্চিত করেন বদলি নামা বেলজিয়ামের ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড। বাজে এই হারে বেজায় হতাশ লিভারপুল কোচ জার্গেন ক্লপ। ম্যাচ শেষে তিনি বলেন, এটা চরম হতাশার। নিজেদের মাঠে এগিয়ে যাওয়ার পরও পাঁচ মিনিটে দুই গোল হজম মেনে নেয়া যায় না। লীগ ও চ্যাম্পিয়ন্স লীগে আমরা ভাল করছি। কিন্তু এখানেও ভাল করার লক্ষ্য ছিল। কিন্তু এত আগেই বিদায় ঠিক মেনে নেয়া যায় না। ক্লপ হতাশ হলেও চেলসি কোচ মাউরিসিও সাররি ভীষণ খুশি। তিনি ম্যাচ শেষে বলেন, এটা অসাধারণ জয়। লিভারপুল দারুণ ছন্দে আছে। তাদের তাদেরই মাঠে হারানো সহজ নয়। আমি ছেলেদের খেলায় খুশি। বদলি হিসেবে নেমে চেলসিকে জয় পাইয়ে দেন বিশ্বকাপ মাতানো তারকা হ্যাজার্ড। তিনি বলেন, আমার খুব ভাল লাগছে যে দলের জয়ে গোল করতে পেরেছি। আশা করছি আরও ভাল করতে পারব। ওয়াটফোর্ড ও টটেনহ্যামের মধ্যকার ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। ৪৬ মিনিটে সাকসেসের গোলে এগিয়ে যায় ওয়াটফোর্ড। ৮২ মিনিটে ডেলে আলীর গোলে সমতা ফেরায় টটেনহ্যাম। চার মিনিট পর স্পার্সরা এগিয়ে যায় এরিক লামেলার গোলে। কিন্তু ম্যাচ শেষের একমিনিট আগে কাপোউয়ের গোলে সমতা ফেরায় ওয়াটফোর্ড। কিন্তু এরপর ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে শেষ রক্ষা হয়নি অতিথিদের। ৪-২ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের।
×