ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাতুনগঞ্জে কমেছে আদা ও রসুনের দাম

প্রকাশিত: ০৭:১৪, ২৩ সেপ্টেম্বর ২০১৮

খাতুনগঞ্জে কমেছে আদা ও রসুনের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম স্বাভাবিক, কমেছে আদা ও রসুনের দাম। আর মটরের ডাল ২ টাকা বাড়লেও অপরিবর্তিত আছে অন্যান্য ডালের দাম। তেল আর চিনির বাজারেও কোন পরিবর্তন হয়নি। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এ সপ্তাহে প্রতিকেজি রসুন ৩-৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৪ টাকা। যা গেল সপ্তাহে ছিল ৩৭ থেকে ৩৮ টাকা। ১৫ থেকে ১৮ টাকা কমে আদা বিক্রি হচ্ছে ৭৮ টাকায়। তবে আগের দামে পেঁয়াজ ২৩-২৪ টাকায় বিক্রি হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, ‘ভারতীয় পেঁয়াজ ২০ টাকায় বিক্রি হচ্ছে। আদা-রসুনের তুলনায় গেল সপ্তাহের তুলনায় অনেক কম।’ স্বাভাবিক রয়েছে ছোলা, খেসারি ও মসুরের ডাল। তবে এক সপ্তাহের ব্যবধানে ২ টাকা বেড়ে ২৯ টাকায় বিক্রি হচ্ছে মটর ডাল। খেসারির ডাল ৩৭ থেকে ৩৮ টাকা। দেশী মসুরের দাম ৭৫ থেকে ৮০ টাকা, বিদেশী মসুর ৪২ থেকে ৪৫ টাকার মধ্যে রয়েছে। কোন রকমের হেরফের হয়নি সয়াবিন ও চিনির বাজারে। প্রতি কেজি চিনি ৪৭ টাকা এবং ১০০ থেকে ১০৫ টাকা লিটার বিক্রি হচ্ছে তেল। পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে গড়ে ওঠা এই বাজারে পাইকারি ও খুচরা মিলিয়ে পাঁচ হাজারের বেশি দোকান রয়েছে।
×