ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রফতানি বাড়াতে নজর দিতে হবে ইলেক্ট্রনিক, হাল্কা প্রকৌশল ও প্রযুক্তি পণ্যের দিকে

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০১৮

রফতানি বাড়াতে নজর দিতে হবে ইলেক্ট্রনিক, হাল্কা প্রকৌশল ও প্রযুক্তি পণ্যের দিকে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে দেশের রফতানি আয়। সেই সঙ্গে বেড়েছে রফতানি পণ্যের সংখ্যাও। তবে দু-একটি খাত ছাড়া আর কোনটিই বড় আকারে রফতানি পণ্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি। অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের অভিমত উন্নত দেশে পরিণত হতে হলে শুধু একটি খাতের ওপর নির্ভরশীল থাকলে চলবে না। বিলিয়ন ডলারের খাত হিসেবে রফতানি পণ্য তৈরিতে গুরুত্ব দিতে হবে ইলেক্ট্রনিক, হালকা প্রকৌশল পণ্য এবং আইটিসহ অন্যান্য প্রযুক্তি পণ্যের দিকেও। ২০০৯-১০ অর্থবছরে দেশের রফতানি আয় ছিল ১৬ বিলিয়ন ডলারের কিছু বেশি। বর্তমানে যেটি ছাড়িয়ে গেছে ৩৬ বিলিয়ন ডলার। সময়ের সঙ্গে সঙ্গে রফতানি আয় বেড়েছে ঠিকই, তবে বড় আকারে বাড়েনি রফতানি পণ্যের পরিসর। দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে তৈরি পোশাক খাত থেকেই। অর্থাৎ অন্যান্য পণ্য রফতানি হলেও মূলত একটি খাতের ওপর ভর করেই এগোচ্ছে দেশের রফতানি খাত। অর্থনীতিবিদরা মনে করেন, বিশ্ববাজারে অন্য রফতানিকারক দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে ইলেক্ট্রনিক, হালকা প্রকৌশল পণ্য এবং আইটি ও প্রযুক্তি পণ্য রফতানিতে মনোযোগ দিতে হবে বাংলাদেশেকে। প্রায় একই অভিমত এফবিসিসিআই সভাপতিরও। তার মতে, ‘বড় শিল্পের ছোট ছোট আধুনিক যন্ত্রাংশ তৈরিতে গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে। তবে তার আগে বাড়াতে হবে দক্ষতা।’
×