ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এলএনজি সরবরাহে গ্যাসের হাহাকার কাটছে বন্দরনগরীতে

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০১৮

এলএনজি সরবরাহে গ্যাসের হাহাকার কাটছে বন্দরনগরীতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ এলএনজি সরবরাহে গ্যাসের হাহাকার কাটছে বন্দরনগরী চট্টগ্রামে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে গতি এসেছে গ্যাসভিত্তিক উৎপাদন কর্মকা-ে। খুলতে শুরু করেছে বন্ধ থাকা বিদ্যুত কেন্দ্র, সার কারখানাসহ বিভিন্ন কলকারখানা। আর এর মাধ্যমে চট্টগ্রামের সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তনের আশা করছেন উদ্যোক্তা ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে গ্যাস সঙ্কটে নাকাল চট্টগ্রামবাসী। তাতে হুমকিতে পড়ে শিল্পসহ নানা খাত। এমন হাহাকারের মধ্যে গত ১৮ আগস্ট থেকে আমদানি এলএনজির সরবরাহ শুরু হয় বন্দরনগরীতে। তাতে এখন গড়ে সরবরাহ মিলছে তিন শ’ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস। ফলে চালু হয়েছে বন্ধ থাকা বিদ্যুত কেন্দ্রসহ নানা কারখানা। গতি এসেছে শিল্প উৎপাদনে। তবে পর্যাপ্ত সরবরাহ অব্যাহত রাখার পাশাপাশি গ্যাসের দাম সহনীয় রাখার ওপর জোর দিলেন ব্যবসায়ী নেতারা। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাত মিলে চট্টগ্রামে বর্তমানে গ্যাসের চাহিদা সাড়ে চার শ’ থেকে পাঁচ শ’ মিলিয়ন ঘনফুট। এক্ষেত্রে সামনে সরবরাহ আরও বাড়বে বলে আশা কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের। সরবরাহ বাড়ায় এরইমধ্যে অনুমোদন পাওয়া ১৫শ’ ৫৫ আবেদনের বিপরীতে দেয়া হবে সংযোগ। তবে, এর বাইরে আবাসিকে নতুন করে সংযোগ দেয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
×