ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লাফার্জহোলসিমের উদ্যোগে ‘নির্মাণ খাতে নিরাপত্তা বৃদ্ধি’ শীর্ষক আলোচনা

প্রকাশিত: ০৪:২৭, ১৭ সেপ্টেম্বর ২০১৮

লাফার্জহোলসিমের উদ্যোগে ‘নির্মাণ খাতে নিরাপত্তা বৃদ্ধি’ শীর্ষক আলোচনা

নৈতিক রিপোর্টার ॥ সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শনিবার রাজধানীর ডেল্টা লাইফ টাওয়ারে ‘নির্মাণ খাতে নিরাপত্তা বৃদ্ধি’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের নির্মাণ খাতে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ সুরানা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন আর্কিটেক্ট প্রফেসর নিজামউদ্দিন আহমেদ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন লাফার্জহোলসিম বাংলাদেশের কমিউনিকেশন কনসালটেন্ট মহিউদ্দিন বাবর। আলোচনায় অংশ নেন শান্তা হোল্ডিংস লিমিটেড, এ্যাসেট ডেভেলপমেন্ট, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক, এইচ.এস.বি.সি ব্যাংক, বাংলাদেশ অকুপেশনাল হেলথ সেফটি এ্যান্ড ইনভায়ারনমেন্ট ফাউন্ডেশন, বিএসআরএম, সিটিব্যাংক এন.এ., সিআরপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভায় প্রধান অতিথির বক্তব্যে লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ সুরানা বলেন, লাফার্জহোলসিম সারা বিশ্বেই নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে থাকে। লাফার্জহোলসিমের কর্মীরা কর্মঘণ্টার শতকরা ২০ শতাংশ ব্যয় করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
×