ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিবেদিত সংখ্যা ‘ক্যাপটেন’

প্রকাশিত: ০৬:০৫, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 বঙ্গবন্ধুকে নিবেদিত সংখ্যা ‘ক্যাপটেন’

স্টাফ রিপোর্টার ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলীর স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য কবি ও কথাসাহিত্যিক, সহকারী চলচ্চিত্র পরিচালক রাশেদ রেহমান সম্পাদিত সৃজনশীল সাহিত্য কাগজ ‘ক্যাপটেন’। বিগত ৯ বছর ধরে চলে আসা এ সাহিত্য কাগজ দেশব্যাপী আলোচনায় এসেছে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার গৌরবময় ইতিহাস, জীবনী তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেয়া ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের এক অনন্য মাধ্যম সাহিত্য কাগজ ক্যাপটেন। সম্প্রতি বাঙালী জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ওপর শ্রদ্ধা জ্ঞাপন করে সাহিত্য জগতের অমূল্য সম্পদ সৃজনশীল কাগজ ‘ক্যাপটেন’ বিশেষ সংখ্যা প্রকাশ হতে যাচ্ছে। বঙ্গবন্ধুকে নিবেদিত এ সংখ্যায় স্থান পাবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যে কোন মানসম্মত কবিতা এবং প্রবন্ধ। এ প্রসঙ্গে ‘ক্যাপটেন’ সম্পাদক রাশেদ রেহমান জানান, বঙ্গবন্ধু নিবেদিত এ সংখ্যায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ৫ শতাধিক কবিতা, প্রবন্ধ, নিবন্ধের সমন্বয়ে এবারের সংখ্যা প্রকাশ হবে। এ সংখ্যায় লেখা পাঠানোর জন্য সম্পাদক-সাহিত্যজগতের সকল সাহিত্য প্রেমিকদের কাছে লেখা আহ্বান করেছে। এবাবের সংখ্যায় স্ব স্ব লিখিত বঙ্গবন্ধুকে নিয়ে যে কোন কবিতা, প্রবন্ধ নিবন্ধ পাঠাতে যোগাযোগ করতে বলা হয়েছে। রাশেদ রেহমান, সম্পাদক ‘ক্যাপটেন’ হেমায়েতপুর, সাভার, ঢাকা, [email protected] মোবাইল : ০১৭১৮৯৬১২৪৭, ০১৮৭৩৯৬১২৪৭।
×