ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রদূতের সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের মতবিনিময়

প্রকাশিত: ০৬:০৪, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 রাষ্ট্রদূতের সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের মতবিনিময়

সাজিয়া স্নিগ্ধা, লন্ডন ॥ ইউকের সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সঙ্গে সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইনের এক মতবিনিময় সভা হয়। রাষ্ট্রদূত আগামী প্রজন্ম নিজস্ব সংস্কৃতিকে এই প্রবাসের বুকে সঠিকভাবে ধারণ করতে পারছে না কেন সে ব্যাপারে গভীর মনোযোগী হয়ে কাজ করবার অনুরোধ জানান। সেক্ষেত্রে মূলধারার সঙ্গে কিভাবে মিলেমিশে কাজ করলে এদেশে বেড়ে ওঠা প্রজন্ম আপন কৃষ্টি সংস্কৃতি লালন করতে পারে সে বিষয়েও নানা বিষয় আলোকপাত করেন। পরিষদের আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধা সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য পাঠ করেন। পরিষদের পুরোধা গোলাম মোস্তফা সংগঠনের অতীত ও ভবিষ্যত কার্যক্রম উপস্থাপন করেন। বিলেতের মাটিতে ৭টি বইমেলার আয়োজনের ধারাবাহিকতায় এ বছর ৮ম ‘বাংলাদেশ বইমেলার’ আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশ সরকার ও বাংলা একাডেমিকে সঙ্গে করে বিলেতের বিভিন্ন শহরের পাশাপাশি জার্মান, ইতালির বড় শহরগুলোতে বইমেলা ও বাংলাদেশ উৎসব আয়োজনের নিমিত্তে লন্ডনের বাংলাদেশী দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে সংগঠনের নতুন আহ্বায়ক কমিটির সদস্য এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পুরোধা ব্যক্তিবর্গের মতবিনিময় হয়। সভায় উপস্থিত ছিলেন, শ্যামল কান্তি দাস, উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি গোলাম কবির, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি মুজিবুল হক মনি, সাধারণ সম্পাদক চায়না চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সরওয়ারী আলম ও ফজলুল বারী বাবু। রবীন্দ্র-নজরুল পর্ষদের সাধারণ সম্পাদক সুপ্রিয় রায়, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী সাদিয়া ইসলাম, মৌলিক আর্টসের রুবি হক প্রমুখ।
×