ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই দিনে বোম্বে স্টক এক্সচেঞ্জের ৪ লাখ কোটি রুপী বাজার মূলধন উধাও

প্রকাশিত: ০৬:২০, ১৩ সেপ্টেম্বর ২০১৮

দুই দিনে বোম্বে স্টক এক্সচেঞ্জের ৪ লাখ কোটি রুপী বাজার মূলধন উধাও

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের প্রধান শেয়ারবাজার বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) গত দু’দিনে বড় দর পতন হয়েছে। বাংলাদেশের বিবেচনায় এ পতনের মাত্রা তত তীব্র না হলেও ভারতের বাজারে সাধারণত এমনটা দেখা যায় না। দু’দিনের দর পতনে বিএসইতে ৪ লাখ কোটি রুপীর বাজার মূলধন হাওয়া হয়ে গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। মঙ্গলবার বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক সেনসেক্স ৫০৯ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ কমে ৩৭ হাজার ৪১৭ পয়েন্ট দাঁড়ায়। আগের দিন এই সূচকটি কমেছিল ৪২৬ পয়েন্ট। দু’দিনের পতনে বোম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৪ লাখ ১৪ হাজার ১২১ কোটি রুপী কমে যায়। বুধবার দিন শেষে বাজার মূলধনের পরিমাণ দাঁড়ায় এক কোটি ৫৩ লাখ ২৫ হাজার ৬৬৬ কোটি রুপী। গত কয়েকদিন ধরেই ভারতের শেয়ারবাজারে শেয়ার বিক্রির চাপ অনেক বেশি। বিশেষ করে বিদেশী বিনিয়োগকারীরা আগ্রাসীভাবে শেয়ার বিক্রি করে তাদের বিনিয়োগের একটি বড় অংশ তুলে নিতে চাইছে। পাশাপাশি স্থানীয় বিনিয়োগকারীরাও শেয়ার বিক্রি বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, দুটি কারণে দেশটির বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে ব্যস্ত হয়ে উঠেছেন। রুপীর টানা দর পতনে বিদেশী বিনিয়োগকারীরা দেশটির শেয়ারবাজারে বিনিয়োগকে আর লাভজনক মনে করছে না। কারণ বিনিয়োগ থেকে যে পরিমাণ মুনাফা হতে পারে, ডলারের বিপরীতে রুপীর দর হারানোতে লোকসান হতে পারে তারচেয়ে বেশি। বিদেশী বিনিয়োগকারীরা ব্যাপকভাবে শেয়ার বিক্রি করায় এর মাধ্যমে স্থানীয়রা প্রভাবিত হয়েছেন। বিদেশী বিনিয়োগ কমে গেলে বাজারে মন্দা দেখা দেবে এমন আশঙ্কায় তারাও শেয়ার বিক্রি করে নিরাপদ অবস্থানে চলে যেতে চাইছেন। অন্যদিকে রুপীর টানা দর পতনে সামগ্রিক অর্থনীতির ভবিষ্যত নিয়ে বিনিয়োগকারীসহ সবার মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এটিও শেয়ার বিক্রিতে বিনিয়োগকারীদের তাড়িত করছে।
×