ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লেনদেন ও চাহিদার শীর্ষে কেপিসিএল

পুঁজিবাজারে সূচকের পতন

প্রকাশিত: ০৬:২০, ১৩ সেপ্টেম্বর ২০১৮

পুঁজিবাজারে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রজতজয়ন্তী অনুষ্ঠান পালনের দিনে পতনে বুধবারে উভয় শেয়ারবাজারের লেনদেন সূচকের পতনে শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। কমিশনের রজতজয়ন্তীর দিনে উভয় বাজারেই আগের দিনের তুলনায় আধাঘণ্টা সময় বেশি লেনদেন হয়েছে। সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উভয় বাজারে লেনদেন হয়। বৃহস্পতিবার থেকে আবার যথারীতি চার ঘণ্টা লেনদেন হবে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯৩২ পয়েন্টে। তবে শরীয়াহ্ সূচক ৪ পয়েন্ট বেড়েছে। বুধবার ডিএসইতে ৮৬১ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৭১৪ কোটি ৮ লাখ টাকার। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪৭ কোটি টাকা। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে ১০৮টি বা ৩২.৪৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৮৫টি বা ৫৫.৫৫ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি বা ১২.০১ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। এ দিন কোম্পানির ৮১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এ্যাকটিভ ফাইনের ৭৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবলস। লেনদেনে এরপর রয়েছেÑ ইউনাইটেড পাওয়ার, নাহি এ্যালুমিনিয়াম, শাশা ডেনিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইফাদ অটো, ওয়াইম্যাক্স এবং ন্যাশনাল হাউজিং। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ইনটেক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এপেক্স ফুড, খুলনা পাওয়ার, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, নাহি এ্যালুমিনিয়াম, আরামিট, পুপলার লাইফ, রূপালী লাইফ ও বিডি ল্যাম্পস। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ ন্যাশনাল হাউজিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, শ্যামপুর সুগার, মাইডাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, জিএসপি ফাইন্যান্স, বেক্সিমকো সিনথেটিক ও প্রভাতী ইন্স্যুরেন্স। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ০৫৯ পয়েন্টে। বাজারটিতে ৪২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৫টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তীত রয়েছে ২০টির।
×