ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৩০ মিনিট বেশি লেনদেন হবে আজ

প্রকাশিত: ০৫:২৯, ১২ সেপ্টেম্বর ২০১৮

পুঁজিবাজারে ৩০ মিনিট বেশি লেনদেন হবে আজ

দেশের শেয়ারবাজারে ৩০ মিনিট বেশি লেনদেন হবে আজ। ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বুধবার উভয় শেয়ারবাজারের লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে। ১৩ সেপ্টেম্বর থেকে আবার যথানিয়মে অর্থাৎ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। আরও জানা গেছে, ১২ সেপ্টেম্বর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিষ্ঠার ২৫ বছর অর্থাৎ রজতজয়ন্তী উদযাপন করা হবে। রজতজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণেই বুধবার শেয়ারবাজারের লেনদেন ৩০ মিনিট বাড়ানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×