ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনায় তীব্র মুদ্রা সঙ্কট

প্রকাশিত: ০৪:৫০, ১০ সেপ্টেম্বর ২০১৮

 আর্জেন্টিনায় তীব্র  মুদ্রা সঙ্কট

অর্থনৈতিক রিপোর্র্টার ॥ ব্যাংক ঋণের সুদহার ৬০ শতাংশ নির্ধারণ করার পরও চলতি বছরে আর্জেন্টাইন পেসোর মান নেমেছে অর্ধেকের নিচে। একদিকে দেশটিতে দেখা দিয়েছে তীব্র মুদ্রা সঙ্কট। অন্যদিকে লাগামহীন হয়ে পড়েছে মূল্যস্ফীতি। বেড়েছে জীবনযাত্রার ব্যয়। এই তীব্র সঙ্কট মোকাবেলায় ব্যয় সংকোচন কর্মসূচী ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গত সপ্তাহে আবারও সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সমালোচনার মুখে পড়েছে সরকারের পদক্ষেপ। কয়েক বছর ধরে তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। দেখা দিয়েছে তীব্র মুদ্রা সঙ্কট। লাগামহীন হয়ে পড়েছে মুদ্রাস্ফীতি। অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ থেকে ঋণ চেয়েছে বুয়েন্স আয়ার্স। গত জুনে ৫ হাজার কোটি ডলার ঋণ অনুমোদন দেয় সংস্থাটি। এদিকে পেসোর মান বাড়াতে ব্যাংক ঋণের সুদহার ১৫ শতাংশ বাড়ায় আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে তীব্র মুদ্রা সঙ্কট মোকাবেলায় ব্যয় সংকোচন কর্মসূচীর ঘোষণা দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাকরি। এই সঙ্কটের সুষ্ঠু সমাধান হবে। পরিস্থিতি মোকাবেলায় সময়োপযুগী সিদ্ধান্ত নেয়া হবে। পরবর্তী প্রজন্মের নিশ্চিত ভবিষ্যতের জন্য কাজ করছে সরকার। ভবিষ্যতে এ ধরনের সঙ্কট আর দেখা যাবে না। সংক্ষিপ্ত সময়ের মধ্যে এমন সঙ্কটের সমাধানের ঘটনা আর্জেন্টিনার জন্য এবারই প্রথম। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দরিদ্রতা দূরীকরণ প্রকল্প হাতে নেয়া হয়েছে। সব মিলিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যেই কাজ করছি। কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের পদক্ষেপ ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছে আর্জেন্টিনার জনসাধারণ। আইএমএফের ঋণকে বোঝা হিসেবে উল্লেখ করছেন অনেকেই। আবার কারো কারো মতে, সঙ্কট মোকাবেলায় সঠিক পথেই আছেন প্রেসিডেন্ট মাকরি। মাকরির পরিকল্পনায় আস্থা রাখতে পারছি না। শুধু ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ করেন তিনি। পুঁজিবাজারে পতন, মুদ্রাস্ফীতিসহ দেশের অর্থনীতি নানা সঙ্কটে থাকলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না তিনি। বরং ঋণের বোঝা ভারী করছেন। আমাদের অর্থনীতি ১ যুগের বেশি পিছিয়ে পড়েছে। এ থেকে উত্তরণ প্রচেষ্টায় মাকরির পদক্ষেপকে স্বাগত জানাই। আগামী বছর থেকে ধীরে ধীরে আগের রূপে ফিরবে আর্জেন্টিনা। ২০২৩ সালের মধ্যে অর্থনীতি আবারও চাঙ্গা হবে। এদিকে সরকারী ব্যয় সংকোচনের মাধ্যমে সঙ্কট মোকাবেলার নির্দেশনা দেয় আইএমএফ। এর পরিপ্রেক্ষিতে বর্তমান মন্ত্রিসভা থেকে অন্তত ১০ জন বরখাস্ত করা হতে পারে বলে জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম।
×