ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এই সময়ে সাজিদ খান

প্রকাশিত: ০৭:২৬, ৯ সেপ্টেম্বর ২০১৮

এই সময়ে সাজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ প্রতিটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্ন পূরণের আকাক্সক্ষা লালিত হয় ছোটবেলা থেকেই। বিশেষ করে শৈশবেই কেউ কেউ স্বপ্ন দেখে পুলিশ কর্মকর্তা হবে, কেউবা আর্মি অফিসার অথবা কেউ পাইলট হয়ে আকাশে উড়তে চায়। তেমনি একজন স্বপ্নচারী মানুষ সাজিদ খান। যিনি বর্তমানে বিভিন্ন নাটক টেলিফিল্মে অভিনয় করে নিজের মেধার পরিচয় দিচ্ছেন। অথচ যার চিন্তা চেতনায় ছিল প্রশাসন, আর্মি অথবা পুলিশ বিভাগে কাজ করার অদম্য ইচ্ছে। তিনি কখনও ভাবেননি শোবিজে আসবেন, কাজ করবেন সংস্কৃতি অঙ্গনের মানুষদের সঙ্গে। তার সেই চিন্তাধারা স্বপ্নে থাকলেও বন্ধু মহলের চাওয়া থেকে আজ স্বপ্ন দেখছেন শোবিজ অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করতে। স্বপ্নবাজ এক তরুণ মিডিয়াকর্মী সাজিদ খান। সাজিদ খানের জন্ম বাগেরহাটে। বাবা হেমায়েত উদ্দিন বাংলাদেশ বেতারে এনাউন্সার হিসেবে কর্মরত, মাতা মরহুমা রোকসানা বেগমের দুই ছেলের মধ্যে সাজিদ খান বড়। ছোট ভাই জাবের খান চট্টগ্রামে ইন্টারমেডিয়েট প্রথম বর্ষে পড়াশোনা করছে। আর সাজিদ খান অনার্স পাস করেছেন। সাজিদ খান কলেজে পড়াকালীন বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু সাংস্কৃতিক গ্রোগ্রামে অংশ নিয়েছেন। এরপর ২০১২ সালে রেডিও টুডেতে আর জে হিসেবেও কাজ করেছেন। জনপ্রিয় আর জে নীরব খানের মাধ্যমে তিনি এ প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান। এছাড়া সাজিদ খান বিটিভির দুইটি নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্র পরিচালক মরহুম রানা নাসের ভাইয়ের সহযোগিতায় গ্রুপে থিয়েটার সুবচন নাট্যদলের সদস্য হিসেবে কাজ করেছেন। স্বপ্নের পথে এগিয়ে যেতে সাজিদ খান নিজের মেধা এবং কাজের প্রতি নিষ্ঠার মাধ্যমে শোবিজে একটা জায়গা করে নিতে চান। সেটা হতে পারে মডেলিং কিংবা চলচ্চিত্র, নাটক যেটাই হোক না কেন তার আপত্তি নেই। শুধু চাই ভাল কাজের সুযোগ। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। সাজিদ খানের প্রিয় রং কালো হলেও প্রায় সব ধরনেরই খাবার পছন্দ করেন। প্রিয় ব্যক্তিত্ব মা, প্রিয় অভিনেতা নায়ক রাজ রাজ্জাক, অভিনেত্রী মৌসুমী। নাটকের ক্ষেত্রে মোশাররফ করিম, আনিকা কবীর শখের অভিনয় তার পছন্দ। সাজিদ খান ভ্রমণ করতে পছন্দ করেন। রবীন্দ্রসঙ্গীত খুব সাজিদ খানের পছন্দ, তবে যে সব গান হৃদয়ে ছুয়ে যায় সে গানগুলোও শুনতে ভালবাসেন। আদ্যোপান্ত সংস্কৃতি কর্মী সাজিদ খান যে কোন মানুষের বিপদে পাশে থাকতে পারলে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তেমনি কেউ কথা দিয়ে কথা না রাখলে ভীষণ কষ্টও পান। সব মিলে মিডিয়া অঙ্গনে নিয়মিতভাবে কাজের জন্য নিজেকে প্রতিনিয়ত মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করছেন সাজিদ খান। নিজের মেধা ও যোগ্যতা দিয়ে একদিন ঠিকই এগিয়ে যাবেন তার কাক্সিক্ষত লক্ষ্যে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। তার জন্য শুভ কামনা।
×