ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা

প্রকাশিত: ০৫:৩০, ৮ সেপ্টেম্বর ২০১৮

  মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ ভিন্ন ভিন্ন ম্যাচে আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আর্জেন্টিনা। উভয় দলই দুটি করে প্রীতি ম্যাচ খেলবে। ব্রাজিলের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং এল সালভাদর। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ গুয়াতেমালা ও কলম্বিয়া। চারদিনের ব্যবধানে খেলা দুটি ম্যাচের প্রথমটি শনিবার। ব্রাজিল-যুক্তরাষ্ট্র ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায়। আর গুয়াতেমালার বিপক্ষে আর্জেন্টিনা নামবে সকাল ৯টায়। প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল, আর্জেন্টিনার এই যুক্তরাষ্ট্র সফর কোপা আমেরিকা প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। উভয় দলই রাশিয়া বিশ্বকাপে আশানুরূপ খেলতে পারেনি। লিওনেল মেসির আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় ফ্রান্সের কাছে হেরে। আর একঝাঁক প্রতিভাবান খেলোয়াড়ে সমৃদ্ধ ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হারে বেলজিয়ামের কাছে। আগামী বছরের কোপা দেল রে’র জন্য দল গোছানোর কাজ শুরুর পালা তাই এখনই। ফিফা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা ব্রাজিল স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে। উত্তর আমেরিকার দেশটির বিপক্ষে সেলেসাওদের রেকর্ড সবসময়ই ভাল। দুই দলের জয়-পরাজয়ের ব্যবধানে ব্রাজিল এগিয়ে ১৭-১-এ। কোচ তিতের এ দলটিতে নেইমার, ফিলিপে কুটিনহো, রবার্তো ফিরমিনোসহ প্রায় সব বড় নামই আছে। তবে লেফটব্যাক মার্সেলো, রাইটব্যাক ফাগনার আর ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে নেননি তিতে। বিশ্বকাপ স্কোয়াড থেকে সবচেয়ে বড় পরিবর্তন অবশ্য আর্জেন্টিনার স্কোয়াডে। নিজেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় দল থেকে সরিয়ে নিয়েছেন মেসি। অবসর নিয়েছেন হাভিয়ের মাশ্চেরানো, লুকাস বিলিয়ারা। এ মুহূর্তে স্থায়ী কোন কোচও নেই। কাজ চালানো হচ্ছে হোর্হে সাম্পাওলির সঙ্গে কাজ করা সহকারীদের নিয়ে। তবে পাওলো দিবালা, ক্রিশ্চিয়ান প্যাভন, এ্যাঞ্জেল ডি মারিয়াদের নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া লা আলবিসেলেস্তেরা।
×