ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাশরাফিদের জার্সিতে ‘লাইফবয়’

প্রকাশিত: ০৬:৩৬, ৭ সেপ্টেম্বর ২০১৮

মাশরাফিদের জার্সিতে ‘লাইফবয়’

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হয়েছে ইউনিলিভার। এ প্রতিষ্ঠানের ‘লাইফবয়’ ব্র্যান্ডটি আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলের জার্সিতে দেখা যাবে। বিসিবির নতুন স্পন্সর এখন ইউনিলিভার। মাশরাফিদের জার্সিতেও তাই দেখা যাবে এই প্রতিষ্ঠানের কোন ব্র্যান্ডকেই। বৃহস্পতিবার লাইফবয়ের লোগোসহ প্র্যাকটিস কিট পরে সংবাদ সম্মেলন কক্ষে উপস্থিত হন ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডস ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার স্পন্সর হিসেবে চুক্তি করেছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। এই কোম্পানির সঙ্গে বিসিবির চুক্তিটি স্থায়ী হবে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এ নিয়ে দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ইউনিলিভার বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জাহিদুল ইসলাম মালিতা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। তখন উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিকও। এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ইউনিলিভারের যাত্রা শুরু হচ্ছে। চুক্তি অনুযায়ী ইউনিলিভারের পণ্য লাইফবয়ের লোগো সঙ্গী হিসেবে থাকবে বাংলাদেশ দলের জার্সিতে। এমনকি মেয়েদের দল, বাংলাদেশ ‘এ’ ও অনুর্ধ-১৯ দলের জার্সিতেও থাকবে লাইফবয়ের লোগো। গত মাসের ২৬ তারিখে বেসরকারী মোবাইল সেবা প্রতিষ্ঠান ‘রবি টেলিকম’ বিসিবির সঙ্গে নির্ধারিত সময়ের আগেই চুক্তি থেকে সরে দাঁড়ালে স্পন্সরের জায়গা ফাঁকা থাকে। ঘটনার পর বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এশিয়া কাপের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেতে যাচ্ছে নতুন স্পন্সর। আর বৃহস্পতিবার সেই নতুন স্পন্সরের নামই জানা গেল। ইউনিলিভারের সঙ্গে যুক্ত হয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন জানান, ‘আন্তর্জাতিকভাবে ইউনিলিভার একটি সুপরিচিত ব্র্যান্ড। তাদের সুনামও বেশ ভাল। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পাশে থাকায় বিসিবির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।’ দ্বিতীয় মেয়াদে বিসিবি’র সঙ্গে স্পন্সর হিসেবে রবি’র চুক্তির মেয়াদ ছিল ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত। কিন্তু চুক্তির প্রাসঙ্গিকতা হারানোয় নির্ধারিত মেয়াদের আগেই সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি।
×