ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেদেরার, জোকোভিচের জয় অব্যাহত

প্রকাশিত: ০৬:১৯, ৩ সেপ্টেম্বর ২০১৮

 ফেদেরার, জোকোভিচের জয় অব্যাহত

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ আড়াই বছর পর তারা চারজন খেলছেন কোন মেজর আসরে। এবারের ইউএস ওপেন তাই অনেকদিন পর পেয়েছে ভিন্ন মাত্রা। এই ম্যাজিক চতুষ্টয় হচ্ছেন- সুইজারল্যান্ডের রজার ফেদেরার, স্পেনের রাফায়েল নাদাল, সার্বিয়ার নোভাক জোকোভিচ ও ব্রিটেনের এ্যান্ডি মারে। অবশ্য ইতোমধ্যেই শিরোপার লড়াই ত্রিভুজে পরিণত হয়েছে মারে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়ায়। বাকি তিনজন এগিয়ে চলেছেন বেশ ভাল গতিতেই। তৃতীয় রাউন্ডে নাদালের পর জয় তুলে নিয়েছেন ফেদেরার ও জোকোভিচও। শেষ ষোলোতেও তারা বড় কোন পরীক্ষার সামনে পড়ছেন না। ফেদেরারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অবাছাই জন মিলম্যান ও জোকোভিচের প্রতিপক্ষ পর্তুগালের অবাছাই জোয়াও সুসা। কিছুদিন আগেই সিনসিনাটি মাস্টার্সে ফেদেরার-জোকেভিচ লড়াই হয়েছে। দীর্ঘদিন পর এ দু’জনের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে চ্যাম্পিয়ন হন জোকোভিচ। এবার অবশ্য ইউএস ওপেনে ফাইনালের দুই ধাপ আগেই দেখা হয়ে যাচ্ছে দু’জনের। কোয়ার্টার ফাইনালে নিজেদের সাক্ষাতের জন্য অবশ্য পেরোতে হবে শেষ ষোলোর বাধা। তৃতীয় রাউন্ডে ফেদেরার অস্ট্রেলিয়ার ৩০ নম্বর বাছাই নিক কিরগিওসের কঠিন বাধাটা অবশ্য সহজেই পেরিয়ে গেছেন। সুইস তারকা সরাসরি ৬-৪, ৬-১, ৭-৫ সেটে হারিয়ে দেন অসি তারকাকে। তবে দুর্ভাগ্য কিরগিওসের, ৫১টি উইনার ছিল তার কিন্তু ফোরহ্যান্ডে বারবার তার শট জালে আটকে যাওয়াতে ফেদেরার জিতেছেন ম্যাচ। এ বিষয়ে এ সুইস তারকা বলেন, ‘নিশ্চিতভাবেই কিছু ভাগ্যের সহায়তা ছিল এবং ভাল একটি ম্যাচ ছিল।’ তিনি মিলম্যানের মুখোমুখি হবেন এবার। অস্ট্রেলিয়ান এ তারকা কাজাখস্তানের মিখাইল কুকশিনকে ৬-৪, ৪-৬, ৬-১ ও ৬-৩ সেটে হারিয়ে দেন। আর ৬ নম্বর বাছাই জোকোভিচ তৃতীয় রাউন্ডে জিতেছেন ২৬ নম্বর বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটের বিপক্ষে। তিনি সরাসরি ৬-২, ৬-৩, ৬-৩ সেটের জয় তুলে নিয়েছেন।
×