ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দো-বাংলার আইপিওতে ৩৪.২৪ গুণ আবেদন জমা

প্রকাশিত: ০৪:১৫, ৩ সেপ্টেম্বর ২০১৮

  ইন্দো-বাংলার আইপিওতে ৩৪.২৪ গুণ আবেদন জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার কিনতে ৩৪.২৪ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানির আইপিও লটারি আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এই লটারি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্যমতে, কোম্পানিটির আইপিও শেয়ার কিনতে মোট ৬৮৪ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীর আবেদন পড়েছে ৭১.৪০ গুণ, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আবেদন ৩০.১৮ গুণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আবেদন ১৪.৯২ গুণ এবং প্রবাসীদের আবেদন পড়েছে ১৫.১২ গুণ। এর আগে কোম্পানির আইপিও আবেদন গত ৯ আগস্ট শুরু হয়েছে, যা শেষ হয়েছে ১৬ আগস্ট। এছাড়া গত ১৬ জুলাই ইন্দো-বাংলার আইপিওর সম্মতিপত্র পায় কোম্পানিটি। এর আগে উচ্চ আদালত কোম্পানিটির আইপিও স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। ন্যাশনাল ব্যাংকের সঙ্গে কোম্পানির ঋণ সংক্রান্ত সমস্যা সমাধানের পর এই সম্মতিপত্র পায় কোম্পানিটি। কোম্পানিটির ৪ পরিচালক ঋণ খেলাপী হওয়ায় ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে বরিশালের অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করা হয়। এতে কোম্পানির আইপিও আবেদনে ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেয়া হয়েছিল। এর আগে গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬১৩তম কমিশন সভায় কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়। ইন্দো-বাংলা ফার্মা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে এ অর্থ উত্তোলন করবে। উত্তোলিত টাকায় অবকাঠামো নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও সংক্রান্ত খাতে ব্যয় করবে। ৩০ জুন ২০১৬ হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬২ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৬৩ টাকা। উল্লেখ, কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এএফসি ক্যাপিট্যাল, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইসরি লিমিটেড।
×