ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইডিএলসি নাট্যোৎসব শুরু হচ্ছে কাল

প্রকাশিত: ০৪:০৬, ৩ সেপ্টেম্বর ২০১৮

 আইডিএলসি নাট্যোৎসব শুরু হচ্ছে কাল

স্টাফ রিপোর্টার ॥ ‘তারুণ্যের জয়গানে আসুন আনন্দের মঞ্চে’ স্লোগানে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামীকাল মঙ্গলবার আইডিএলসি নাট্যোৎসব শুরু হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। জানা যায়, উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল ও এক্সপেরিমেন্টাল হলে প্রতিদিন দুটি নাটক মঞ্চস্থ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের নাটক ‘হাছনজানের রাজা’ ও জাতীয় নাট্যশালার মূল হলে রাত সাড়ে ৮টায় মঞ্চায়ন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের নাটক ‘দ্য লোয়ার ডেপথ্’। পরের দিন বুধবার এক্সপেরিমেন্টাল হলে বিকেল ৫টায় মঞ্চস্থ হবে ঢাকা পদাতিকের নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’ ও জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় থাকবে পলাকারের নাটক ‘বাংলার মাটি বাংলার জল’। বটতলার নাটক ‘ক্রাচের কর্নেল’ মঞ্চস্থ হবে বৃহস্পতিবার বিকেল ৫টায় এক্সপেরিমেন্টাল হলে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চে উঠবে ঢাকা থিয়েটারের ‘পঞ্চনারী আখ্যান’।শুক্রবার বিকেল ৫টায় এক্সপেরিমেন্টাল হলে মঞ্চে উঠবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক ‘দ্য এ্যালকেমিস্ট’। এদিন জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে নাট্যদল থিয়েটারের নাটক ‘মুক্তি’। উৎসবের শেষ দিন ৮ সেপ্টেম্বর বিকেল ৫টায় এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’ ও রাত সাড়ে ৮টায় জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে নাগরিকের নাটক ‘ওপেন কাপল’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান এ উৎসব প্রসঙ্গে বলেন, মঞ্চনাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং চিরতরুণ মনের নানা রঙে সাজানো সমাজ ও সভ্যতার এক বাস্তব প্রতিচ্ছবি। এই উপলব্ধি থেকে বাংলাদেশের মঞ্চনাটকে তরুণদের সম্পৃক্ত করে নতুন প্রাণসঞ্চারের লক্ষ্যে আমাদের প্রত্যাশা এই আয়োজন নিঃসন্দেহে মঞ্চনাটকের প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে ও এদেশের মঞ্চনাটকে নিবেদিত প্রাণ কর্মীদের আরও অনুপ্রাণিত করবে।
×