ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ী থেকে জেএমবি জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৫:২১, ৩১ আগস্ট ২০১৮

যাত্রাবাড়ী থেকে জেএমবি জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ি থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির এজাহারনামীয় এক আসামিকে জঙ্গীবাদী বই, প্রচারপত্র, সমরাস্ত্র প্রশিক্ষণের ম্যানুয়ালসহ গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে র‌্যাব-১০ এর ঢাকার কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে যাত্রাবাড়ি মোড়ের মাওয়াগামী বাসস্ট্যান্ড থেকে ইলিশ পরিবহনের বাস কাউন্টারের সামনে থেকে এক যুবককে আটক করে। ওই যুবকের কাছ থেকে জঙ্গীবাদী বই, প্রচারপত্র ও সমরাস্ত্র ট্রেনিংয়ের ম্যানুয়াল উদ্ধার করা হয়। র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ কাইয়ুমুজ্জামান খান জানান, জিজ্ঞাসাবাদে ওই যুবক মোঃ আবদুর রাজ্জাক (২৫) বলে জানা যায়। তার পিতার নাম মোঃ আলী হোসেন। বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানাধীন বড় কেশবপুর গ্রামে। সে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির সদস্য। সে নিজেকে আড়াল করতে চর এলাকায় ছাগলের ব্যবসা করে। তার অপর সহযোগী সাকিবসহ কয়েক জন নিরাপদ জায়গায় থেকে গ্রাম্য সহকারী ও গ্রাম্য চিকিৎসকের কাজ করে। এর আড়ালে তারা জঙ্গী কার্যক্রম চালায়। তার কয়েকজন সহযোগী পদ্মা নদীর দুর্গম চরে টার্কি মুরগি ও খামার ব্যবসার আড়ালে জঙ্গী কর্মকা-ে জড়িত। তারা সেখানে জঙ্গী প্রশিক্ষণ নেয়। সে যাত্রাবাড়ী থানার চলতি বছরের ৩১ জুন সন্ত্রাস দমনে দায়ের হওয়া ১২২ নম্বর মামলার এজাহারনামীয় আসামি। র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় (মুন্সীগঞ্জ বাদে) সিরিজ বোমা হামলায় জড়িতদের সবাই গ্রেফতার হয়নি। তাদের অনেকেই গোপনে জঙ্গী কর্মকা- চালানোর চেষ্টা করছে। সারাদেশে জঙ্গী গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে। সেই অভিযানের ধারাবাহিকতায় একের পর এক জঙ্গীরা গ্রেফতার হচ্ছে। অভিযানের কারণে কোণঠাসা হয়ে পড়েছে জঙ্গীরা।
×